মঙ্গলবার, মে ০৮, ২০১৮

আইনজীবি নিগ্রহের সুবিচারের দাবিতে বিক্ষোভ বসিরহাটে

ওয়াসিম বারি

থানা ঘেরাও করে অবস্থান বিক্ষভ ও রাস্তা অবরোধ করল আইনজীবিরা , আইনজীবি নিগ্রহের ঘটনায় দোষিদের গ্রেপ্তারের দাবিতে এই ঘেরাও ও রাস্তা অবরোধ ৷
উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার ঘটনা |
গত ২৩/০৪ তারিখে মহকুমা শাসকের অফিস চত্তরে দুস্কৃতিদের হাতে আক্রান্ত হন এক আইনজীবি ৷ সেই দুস্কৃতিদের গ্রেপ্তারের দাবিতে এই ঘেরাও ও রাস্তা অবরোধ ৷এই একই দাবিতে এর আগেও কয়েকবার রাস্তা অবরোধ  ও এসডিও অফিস ঘেরাও হয় , কিন্তু দোষীরা গ্রেপ্তার না হওয়ায় আজ আবার থানা ঘেরাও ও রাস্তা অবরোধে সামিল হল আইনজীবিরা।

কালিয়াগঞ্জে নাট মন্দিরের সামনে মার্কেট নির্মাণ নিয়ে বিতর্ক

বিকাশ সাহা


নাট মন্দিরের জমিতে দোকান ঘর নির্মাণ নিয়ে জনমানষে ক্ষোভের সঞ্চার হচ্ছে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অবস্থিত মহেন্দ্রগঞ্জ নাট মন্দির। বিশালার মন্দির সংলগ্ন ময়দান নাট মন্দিরের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এই ময়দানে প্রতিবছর রথ টানতে কয়েক হাজার ভক্তপ্রান মানুষের সমাগম ঘটে। সেই সঙ্গে নামযজ্ঞ অনুষ্ঠান চলাকালীন সময়ে বেশ কয়েকদিন ধরে এই ময়দান জুড়ে বিশাল মেলা বসে। মেলায় জেলা সহ ভিন জেলার দোকানীরা তাঁদের হরেকরকম পসরা সাজিয়ে বসেন। নামযজ্ঞ দেখতে প্রতিদিন হাজার হাজার ভক্তপ্রান মানুষ ছুটে আসেন মন্দির ও মেলা প্রাঙ্গনে। নাট মন্দির কমিটির তরফে নাট মন্দিরের এই ফাঁকা জমির পশ্চিম ও দক্ষিণ দিক জুড়ে দোকান ঘর নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে কালিয়াগঞ্জবাসীর মধ্যে।
বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কালিয়াগঞ্জবাসী ও কালিয়াগঞ্জের ভক্তপ্রান মানুষজনের বক্তব্য,  নাট মন্দির চত্তর ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিণত করতে চাইছে মন্দির কমিটি। মন্দিরের বিশালাকার জমির দুই দিকে ঘর তৈরি করলে মন্দিরের সৌন্দর্য নষ্ট হবে। যারফলে  অনুষ্ঠান চলাকালীন মাঠে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী মেলার ব্যাঘাত ঘটবে। দোকান ঘর তৈরি হলে মাঠের জায়গা ছোট হয়ে যাবে। রথ টানতে গিয়ে অসুবিধার সম্মুখীন হবেন ভক্তপ্রান মানুষজন। এভাবে বিল্ডিং তৈরি হলে হটাত কোনও দুর্ঘটনা ঘটলে হাজার হাজার মানুষ এই আবদ্ধ ময়দান থেকে বেড়তে গিয়ে বিপদের সম্মুখীন হবেন। সেই কারণে অবিলম্বে মন্দির কমিটির একতরফা সিদ্ধান্ত প্রত্যাহার করতে  আন্দোলনে নামার সিদ্ধান্ত নিতে চলেছে কালিয়াগঞ্জবাসী। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী জনমত দিতে পিছুপা হচ্ছেন অনেকেই।    শনিবার দুপুরে নাট মন্দির প্রাঙ্গণে ভক্তপ্রাণ মানুষের ক্ষোভ আচরে পরল মন্দির কমিটির উপর।মহেন্দ্রগঞ্জ নাট মন্দির কমিটির সভাপতি তথা কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা জানান, মন্দিরের সাফসাফাই, বিদ্যুৎ বিল সহ নানান কর্মযজ্ঞ চালাতে গিয়ে প্রতিদিন প্রায় দের থেকে দুই হাজার টাকা খরচ হয়। সেই কারণে মন্দিরের লাগোয়া মাঠের দক্ষিন ও পশ্চিম দিকে ৪৫ থেকে ৪৭ টি দোকান ঘর তৈরি করে ভারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকানের স্থান অনুযায়ী সারে ৩ লক্ষ, ৪ লক্ষ ও ৫ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে কেউ দোকানঘর ছেড়ে দিতে চাইলে অগ্রিম দেওয়া পুরো টাকাটাই তাঁকে ফেরত দেওয়া হবে। দোকান ঘরের উপর তলায় কৃত্তণ শুনতে আসা আবাসিকদের থাকার ঘর,  সেবা সমিতির কোচিং সেন্টারের মাধ্যমে বিনা মুল্যে ছাত্র ছাত্রীদের গোটা বছর যে কোচিং দেওয়া তার জন্য ঘর তৈরি করা হবে। সে সঙ্গে জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করা হবে। তৃতীয় তলায় বহিরাগত অতিথি ভক্তদের নুন্যতম অর্থের বিনিময়ে থাকার ব্যাবস্থা করা  সহ অনুষ্ঠানে আগত কৃত্তণ দলের থাকার ব্যবস্থা থাকবে । সেই সঙ্গে পূর্বদিকে বিশালাকার প্রবেশদ্বার তৈরি করা হবে। বর্তমান অফিস ভেঙ্গে দোতলা করা হবে। নিচে নতুন অফিস ঘর ও দোতলায় রাধাকৃষ্ণের মন্দির নির্মাণ করা হবে।  পূর্ব দিকের মন্দির গুলির চূড়া নির্মাণ করা হবে।  পরবর্তী প্রজম্মের মন্দির কমিটির সদস্যদের কোনও দিক থেকে যাতে অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই কথা মাথায় রেখে মন্দির চত্তরের উন্নয়ন করা  হচ্ছে।

পঞ্চায়েতে দলীয় প্রার্থীদের হয়ে মেমারী ছাত্রপরিষদের মিছিল

সেখ সামসুদ্দিন

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্ৰামের পাড়ায় পাড়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে মেমারি কলেজ তৃণমূল ছাত্র পরিষদে উদ‍্যোগে মেমারি ব্লক ও শহর ছাত্র পরিষদ সভাপতি মুকেশ শর্মার নেতৃত্বে বিশাল মিছিল বের করা হয়। মুখ‍্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও   যুব নেতা অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের বিশাল মাপের কাটাউট সহযোগে কয়েক হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণে এই মিছিল মেমারি শহর প্রদক্ষিণ করে।

ভোটকর্মীদের প্রশিক্ষণ জয়নগর ১ ব্লকে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়

১৪ ই মে ভোট হবে কিনা তা মঙলবারের আগে জানা না গেলেও ভোটের সব রকমের প্রস্তুতির কাজ সেরে  ফেলছেন প্রশাসন।জয়নগর ১নং ব্লকের ডিসিআরসি করা হয়েছে বহরু হাইস্কুলকে।গননাকেন্দ্র সহ ভোটের সব কাজ আজ থেকে চলছে ওই স্কুলে।আজ থেকে ঐ স্কুলে শুরু হয়েছে ভোট কর্মীদের প্রশিক্ষন। কালও হবে প্রশিক্ষণ। ভোটের গননা কেন্দ্র হবার কারনে স্ট্রং রুম তৈরি করা হয়ে গেছে। এই  রুম সহ সারা স্কুলে সিসি ক্যামেরা লাগানো হছে।চলছে প্যান্ডেল তৈরির কাজ।ব্লক  সূত্রে জানা গেল,তারা ভোটের জন্য সবরকম ভাবে তৈরি আছে।সোমবার ওখানে পিসাইডিং ও  পোলিং অফিসার হিসাবে ৮৩৬ জন প্রশিক্ষণ  নিয়েছেন।জেলা ও জেলার বাইরে থেকেও  অনেক ভোট কর্মী আজ এখানে প্রশিক্ষণ নিতে এসেছেন।আজ থেকেই বহরু হাইস্কুলভবন  ব্লক প্রশাসনের হাতেই চলে গেলো।

হাবড়া ১ ব্লকে মন্ত্রী ফিরহাদ হাকিম সভা সারলেন

ওয়াসিম বারি

বিজেপি দল টা হলো একটা অসভ্য, গুন্ডাদের দল, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যেখানেই যান তার চব্বিশ ঘণ্টার মধ্যে আমাদের কর্মীরা বিজেপির হাতে আক্রান্ত হয় । বিজেপির  হয়ে দালালি শুরু করেছে সিপিএম ও কংগ্রেস । বাংলার  মানুষ এ সব  মেনে নেবে না। বাংলার মানুষ ভরসা রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর"---- সোমবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া ১ নম্বর ব্লকের কুমড়ো কাশীপুর গ্রাম পঞ্চায়েতের খারো স্কুল মাঠে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তৃনমূল প্রার্থীদের  একটি প্রচার  সভায় এসে এ কথাই বললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER