বুধবার, ডিসেম্বর ১৩, ২০১৭

পূর্ব মেদনীপুরে ধন্যবাদ জ্ঞাপন সভা

জাহাঙ্গীর বাদশা

হলদিয়ার ব্রজলালচকে জেলায় বিশ্ববিদ্যালয় অনুদান পাশ হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে বুধবার শুভেন্দু অধিকারী ধন্যবাদ জ্ঞাপন সভায় মূখ্য বক্তা ছিলেন।

posted from Bloggeroid

বাঁকুড়ায় ক্রীড়াসভায় মুখ্যমন্ত্রী

ব্যাসদেব চক্রবর্তী

বুধবার বাঁকুড়ার ইন্দপুর থানার বাগডিহাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জঙ্গলমহল কাপের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সফলদের হাতে পুরস্কার তুলে দেন।

posted from Bloggeroid

মঙ্গলকোটে মিশনে মিলাদুন নবী

পারিজাত মোল্লা, মঙ্গলকোট




বুধবার দুপুরে মঙ্গলকোটের নুতনহাটে 'আর রহমান মিশন' এলাকা ধর্মপ্রাণ মুসলিমদের নিয়ে মিলাদুন নবি পালন করল।স্থানীয় ইমাম, মোয়াজ্জেন এবং মিশনে পাঠরত পড়ুয়াদের অভিভাবকরা এসেছিলেন।বিশ্ব ভ্রাতৃত্ব আরও বিকশিত হোক নবীজীর আদর্শর পথ ধরে এই বার্তা দেওয়া হল বলে জানান মিশনের সেক্রেটারি মহম্মদ হাবিবুল্লাহ সাহেব।

posted from Bloggeroid

পাঁশকুড়া পুরসভা বিজেপির হাতে, সৌজন্যে আদালতের নির্দেশিকা

জাহাঙ্গীর বাদশা

গত সপ্তাহে পাঁশকুড়ার বহিষ্কৃত চেয়ারম্যান তৃণমূল নেতা আনিসুর রহমানকে বিজেপিতে যোগদান করিয়ে মুকুল রায় তার কারিশ্মা দেখিয়েছিলেন। এবার কলকাতার হাইকোর্টের নির্দেশে পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যানের পদে আবারও ফিরছেন আনিসুর। যার জেরে পাঁশকুড়া পুরসভা চলে যেতে বসেছে বিজেপির হাতে।মুকুল রায় কিভাবে বিজেপির ঝুলিতে পুরসভা পঞ্চায়েত তুলে দিতে পারেন।সে নিয়ে চলছে তুমুল আলোচনা।

posted from Bloggeroid

শিক্ষামন্ত্রী কে স্মারকলিপি পাঠাল মেখলিগঞ্জ ডিএসও কমিটি

নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ

বিভিন্ন দাবিতে মেখলীগঞ্জের মহকুমাশাসকের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিকট স্মারকলিপি পাঠাল ডিএসও এর মেখলিগঞ্জ ব্লক কমিটি।স্মারকলিপি

প্রদানে সংঠনের কোচবিহার জেলা সহ সহসভাপতি রনজিৎ রায় সহ অন্যান্যরা নেতৃত্ব দেন।তারা অভিযোগ করেন অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা তুলে দেবার কারনে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে।দ্রুত প্রথম শ্রেণী থেকে পাসফেল প্রথা চালু করতে হবে।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নির্যাতনের ঘটনা ঘটছে।এইসব ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনায় দোষিদের কড়া শাস্তির দাবি তারা করেছে।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ সহ শিক্ষা সংক্রান্ত বেশকিছু দাবির কথা তারা স্মারকলিপিতে উল্লেখ করেছেন।দাবির ভিত্তিতে এদিন তারা এলাকায় মিছিল করে বিক্ষোভও দেখিয়েছেন।শিক্ষামন্ত্রীকে দাবির কথা লিখিতভাবে জানানোর পাশাপাশি এ নিয়ে তারা লাগাতার আন্দোলনে নামবেন বলেও হুমকি দিয়েছেন।

posted from Bloggeroid

শালবনীতে বিধায়ক তহবিলে আম্বুলেন্স প্রদান

সন্দীপ সিংহ

শালবনী ব্লকের প্রত্যন্ত এলাকা পিড়াকাটা এলাকার মানুষজনের জন্য সাতপাটি গ্রাম পঞ্চায়েতের হাতে একটি টাটা সুমো এম্বুলেন্স প্রদান করলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক শ্রী মৃগেন্দ্রনাথ মাইতি মহাশয়। এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠান হয় পিড়াকাটা কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, বিডিও পুষ্পল সরকার, কর্মাধক্ষ্য জ্যোতিপ মাহাত, বিমল মাহাত, এবং বিশিষ্ট

সমাজসেবী বুলবুল হাজরা প্রমুখ,
এই অনুষ্ঠানে বিগত ৬ বছরে বিধায়কের উদ্যোগে এবং তহবিল থেকে শালবনী ব্লকের ৫ টি অঞ্চলে যে ৬২ টি প্রকল্প রূপায়িত হয়েছে তার সমস্ত তথ্যও প্রকাশ করা হয়।

posted from Bloggeroid

মঙ্গলকোটে মুরগির বাচ্ছা বিলি


মোল্লা জসিমউদ্দিন

বুধবার দুপুরে মঙ্গলকোট ব্লক অফিসের পশুপালন দপ্তরে তিনশোর বেশি স্বনির্ভর গ্রুপের মহিলাদের মুরগির বাচ্ছা বিলি করা হল।ব্লক পশু পালন আধিকারিক ড: দেবাশীষ জানা, প্রাণী আধিকারিক ডা: ছোটন ঘোষ, ডা: প্রনয় দাস প্রমুখ ছিলেন এই বিলি পর্বে।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER