বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২০

এগরার ব্যক্তির করোনা এলো বিয়ের ভোজে

জুলফিকার আলি

  পূর্ব মেদিনীপুরের এগরায় বিদেশি আমন্ত্রিত-বেষ্টিত বিয়েবাড়ি থেকেই করোনা সংক্রমণ ৬৬ বছরের প্রৌঢ়ের

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন, নয়াবাদের ৬৬ বছর বয়সী প্রৌঢ়। গত ১৪ মার্চ এক পারিবারিক বিয়েবাড়িতে যোগ দিতে, কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের এগরাতে এসেছিলেন ওই বৃদ্ধ। ওইদিনই রাত্রে তিনি জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করেন।
এরপরই তাঁকে কলকাতায় নিয়ে এসে চিকিৎসা শুরু করা হয় এবং করোনা টেস্টের জন্য নমুনা পাঠানো হয়।
আজ সকালেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি এখন কলকাতার পিয়ারলেস নার্সিংহোমের আইসিসিইউতে ভর্তি আছেন। ওই বৃদ্ধকে এইচআইভির ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যান্টি ভাইরাল ওষুধপত্র প্রয়োগ করা হচ্ছে বলে চিকিৎসকেরা জানালেন। চিকিৎসক ডাঃ অজয় সরকার জানালেন, বর্তমানে ওই ব্যক্তির শ্বাসকষ্ট থাকলেও, অবস্থা মোটামুটি স্থিতিশীল।
ওই ব্যক্তির পরিবারের চারজন সদস্যকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, ১৪ মার্চ অনুষ্ঠিত এগরার বিয়ে বাড়িতে দু-চার'জন বিদেশি আমন্ত্রিতও ছিলেন। সম্ভবত সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে। এই মুহূর্তে, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় খোঁজখবর শুরু করেছে, ওই বিদেশি ব্যক্তিদের সম্পর্কে এবং ওই বিয়ে বাড়িতে

লকডাউনে অসহায় দের পাশে দাঁড়াতে চলেছে 'সুসম্পর্ক '

সমাজের শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটি মানুষের কাছে 'সুসম্পর্ক' এর পক্ষ থেকে আবেদন আমরা গ্রহণ করতে চলেছি একটি অভিনব উদ্যোগ যেখানে লকডাউন এর ফলে বাজারের অত্যাধিক মূল্যবৃদ্ধির শিকার যে সকল অসহায় শিশু ও দরিদ্র মানুষ তাদের হাতে আমরা তুলে দেবো নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী।
আশাকরি আপনাদের প্রত্যেককে আমাদের পাশে পাব। আপনারা যদি সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো হাসি ফুটবে সে সকল অসহায় শিশু ও দরিদ্র মানুষগুলোর মুখে যাদের এই অবস্থায় বেঁচে থাকা খুবই কষ্টকর হয়ে উঠছে।

লকডাউনের জের, পূর্ব বর্ধমানে আটক রয়েছে চার হাজার শ্রমিক

সুকান্ত ঘোষ
 
 গত মঙ্গলবার থেকে চলছে সারাদেশ ব্যাপি লকডাউন। তিন কেটে গেলেও  পূর্ব বর্ধমান‌ জেলার অন্তর্গত প্রায় ৪০টি হিমঘরে ৪০০০ এরও‌ অধিক শ্রমিক লকডাউনের কারণে ‌আটকে আছে। ঐ শ্রমিকরা মূলতঃ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা‌ ও মুর্শিদাবাদ জেলার ‌বাসিন্দা।জেলা প্রশাসন ও পুলিশের কাছে বারবার আবেদন করেও কোন ফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ।ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের তরফে গত ২৫ মার্চ পূর্ব বর্ধমান জেলাশাসক কে এব্যাপারে তথ্যসমৃদ্ধ স্মারকলিপি দেওয়া হয়েছে।  পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, আউশগ্রাম, মেমারি, খন্ডঘোষ, রায়না প্রভৃতি এলাকার কোল্ড স্টোরেজের শ্রমিক এরা।             

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER