টানা দু’দিন সাসপেন্সের পর অবশেষে কর্ণাটক হল কংগ্রেস-জেডিএস জোটের। মুখ্যমন্ত্রী হচ্ছেন জেডিএস-এর কুমারস্বামীর।
সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল আস্থাভোট নিয়ে। এমনকী, সুপ্রিমকোর্টও নির্দেশ দিয়েছিল সরাসরি সম্প্রচারের। তবে আস্থাভোটের আগেই বিধানসভায় আবেগপ্রবণ ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন দু’দিনের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। কারন সংখ্যগরিষ্ঠতা প্রমাণ করতে না পেরা সেই ১১২ সংখ্যায় পৌঁছতে ব্যর্থ হলেন তাঁরা।কংগ্রেস-জেডিএস জোট প্রথম থেকেই বলেছিল যে বিজেপির হাতে পর্যাপ্ত পরিমাণ বিধায়ক নেই। ফলে তাঁরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না। বরং কং-জেডিএস জোটের হাতে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক রয়েছে ১১৬ টি।
এদিন দুপুরের পর থেকেই স্পষ্ট হয়ে যায় সরকার গঠনে পিছিয়ে বিজেপি। কারণ সব বিধায়কদের কংগ্রেস-জেডিএস ধরে রেখেছে। এমনকী নিখোঁজ দুই কংগ্রেস বিধায়কও শেষ বেলায় ফিরে আসেন শিবিরে।
সংগ্রহীত কপি।