শনিবার, মে ১৯, ২০১৮

অবশেষে কর্ণাটক জয় কংগ্রেস - জেডিএস জোটের

টানা দু’দিন সাসপেন্সের পর অবশেষে কর্ণাটক হল কংগ্রেস-জেডিএস জোটের। মুখ্যমন্ত্রী হচ্ছেন জেডিএস-এর কুমারস্বামীর।

সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল আস্থাভোট নিয়ে। এমনকী, সুপ্রিমকোর্টও নির্দেশ দিয়েছিল সরাসরি সম্প্রচারের। তবে আস্থাভোটের আগেই বিধানসভায় আবেগপ্রবণ ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন দু’দিনের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। কারন সংখ্যগরিষ্ঠতা প্রমাণ করতে না পেরা সেই  ১১২ সংখ্যায় পৌঁছতে ব্যর্থ হলেন তাঁরা।কংগ্রেস-জেডিএস জোট প্রথম থেকেই  বলেছিল যে বিজেপির হাতে পর্যাপ্ত পরিমাণ বিধায়ক নেই। ফলে তাঁরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না। বরং কং-জেডিএস জোটের হাতে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক রয়েছে ১১৬ টি।
এদিন দুপুরের পর থেকেই স্পষ্ট হয়ে যায় সরকার গঠনে পিছিয়ে বিজেপি। কারণ সব বিধায়কদের কংগ্রেস-জেডিএস ধরে রেখেছে। এমনকী নিখোঁজ দুই কংগ্রেস বিধায়কও শেষ বেলায় ফিরে আসেন শিবিরে।

সংগ্রহীত কপি।

জেতার সাফল্য দেখে যেতে পারলেন না তৃনমূল প্রার্থী

ওয়াসিম বারি

উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া ১ নম্বর ব্লকের বেড়গুম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জামতলা এলাকায়  ভোটের দিন সোমবার বিকালে আচমকা বাইক বাহিনীর দুষ্কৃতীদের হাতে আহত হন তৃনমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী বিপ্লব সরকার ।নির্বাচনের ফল প্রকাশের পর জানা গেছে তিনি ৮১ ভোটে জয়লাভ করেছিলেন,  তৃনমূল কর্মী দের মুখে হাসি ফিরিয়ে দিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় l এই ঘটনার পরিপেক্ষিতে শনিবার কার্যত বন্ধের চেহারা নিয়েছে বেড়গুম ১ ও ২ নম্বর পঞ্চায়েত এলাকা । এলাকার দোকান পাট এদিন সকাল থেকেই ছিল বন্ধ। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৃনমূলের পক্ষ থেকে একটি মৌন ও শান্তি মিছিল বের করা হয় । রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এদিন সকাল থেকে বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ ও করে তৃনমূলের কর্মীরা।

বনগাঁর সুটিয়া গ্রামে তৃনমূলের সশস্ত্র বিবাদ


ওয়াসিম বারি

তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে আসলো। গোষ্ঠী সংঘর্ষে আহত বেশ কয়েক জন l গত শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার সুটিয়া গ্রামে ।

রাজ্যস্তরের পঞ্চায়েত ফলাফল

ওয়াসিম বারি

রাজ্যের ২০ টি জেলা পরিষদ  বিরোধা শূন্য, ২o টি আসনের মধ্যে সব  কটি আসন এ জয় লাভ করল তৃনমূল কংগ্রেস | এক নজরে ফলাফল __
গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সর্বদলীও ফলাফল - তৃনমূল কংগ্রেস - ২১১১o , বিজেপি- ৫৭৪৭ , কংগ্রেস - ১০৬২ , সি পিএম - ১৪৭৭ , সিপিআই - ৩৪ , ফঃবঃ -৯৭ , আর এস পি - ১oo , নির্দল - ১৮৩০ l

৬২১ টি জেলা পরিষদের ফলাফল- তৃনমূল কংগ্রেস - ৫৪৪ , বিজেপি - ২২ ,সিপিএম - 00 ,ফঃবঃ - ০১ , কংগ্রেস-০২ , নির্দল- ০২ ৷

পঞ্চায়েত সমিতি _
তৃনমূল কংগ্রেস - ৪৮৮৮ , বিজেপি - ৭৫৬ , কংগ্রেস -১৩১ , সিপিএম-১১১ , সিপিআই- ০১ ,ফঃবঃ- ১২ ,আরএসপি - o৫ , নির্দল-১১৪ .

কৃষকসেতু পত্রিকার সম্পাদক সংবর্ধনা পেলেন

পুলকেশ ভট্টাচার্য

আজ তোড়কনা জগবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে এলাকায় সাহসিকতার সঙ্গে  সমাজের বিভিন্ন ধরনের সংবাদ তুলে ধরার জন্য 'কৃষকসেতু' পত্রিকার সম্পাদক কৃষ্ণ কুমার সাহা ও 'পল্লীদামোদর' পত্রিকার সম্পাদক প্রদীপ কুমার মণ্ডল কে সম্বার্ধনা দেওয়া হল। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তোড়কনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন করা হল। উদ্বোধনী সঙ্গীত ও মাল্য দানের অনুষ্ঠানে সূচনা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার সাংবাদিক দের সম্বর্ধনা দেওয়া হয়। সাথে সাথে এলাকার নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য শিক্ষক বিশ্বনাথ রায় কে সম্বার্ধনা দেওয়া হয়। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক তপন চক্রবর্তী সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকারা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER