মেখলিগঞ্জ
রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে রবিবার দিনটি মহাসমারহে পালিত হল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকেও।এই উপলক্ষে এদিন মেখলিগঞ্জ শহরে একটি শোভাযাত্রাও বের হয়।যেটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে।শোভাযাত্রায় দধিরাম রায়,শ্যামল চন্দ্র প্রমুখ নেতৃত্ব দেন।
মেখলিগঞ্জ
রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে রবিবার দিনটি মহাসমারহে পালিত হল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকেও।এই উপলক্ষে এদিন মেখলিগঞ্জ শহরে একটি শোভাযাত্রাও বের হয়।যেটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে।শোভাযাত্রায় দধিরাম রায়,শ্যামল চন্দ্র প্রমুখ নেতৃত্ব দেন।
প্রতাপ চট্টোপাধ্যায়
শুভ রামনবমী উপলক্ষ্যে ভাতাড়ের খেড়ুর ছাতনী গ্রামে হনুমানজির মন্দিরে আজ পূজার আয়োজন করেছে গ্রামবাসী বৃন্দ। গ্রামের প্রচুর মানুষ অংশ গ্রহণ করে এই অনুষ্ঠানে । বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই পূজা উপলক্ষে।
মোল্লা জসিমউদ্দিন
রবিবার ভোর থেকে মঙ্গলকোটের বিভিন্ন গ্রাম থেকে সড়কমোড়ে শুরু হয়েছে শিশিদের পোলিও খাওয়ানোর কর্মসূচী। ব্লক মেডিক্যাল অফিসার ড: প্রণয় ঘোষ জানান - বাড়ী বাড়ী আমাদের স্বাস্থ্যকর্মীরা খবরাখবর নিয়ে প্রত্যেক শিশু কে পোলিও খাইয়ে চলেছেন।
সৈয়দ রেজওয়ানুল হাবিব
আজ ২৫শে মার্চ, পোলিও রবিবার৷সারা রাজ্যের সাথে সংগতি রেখে স্বরুপনগর ব্লকে প্রত্যেকটি সেন্টারে ০ থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের মারন রোগ পোলিও থেকে মুক্তি পেতে দুই ফোটা পোলিও খাওয়ানোর কর্মসূচী শুরু হয়েছে। এই কর্মসূচী চলবে ৩১শে মার্চ ২০১৮ পর্যন্ত।
সুরজ প্রসাদ
রাম নবমীকে কেন্দ্র করে শনিবার রাতে বর্ধমান শহরে উত্তেজনা ছড়ালো। বর্ধমান শহরের মালির মাঠে রাম নবমীর মঞ্চ ভেঙে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় বেশ কয়েকটি সাইকেল ও মোটর বাইক ভাঙচুর হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। ঘটনার পরে রাতেই বিজেপি কর্মীরা বর্ধমান থানার সামনে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।যদিও শাসকদলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়।
পুলকেশ ভট্টাচার্য
রবিবার সকালে কাটোয়া শহরে রাম নবমী উপলক্ষে তৃনমূল কংগ্রেস এক মিছিল করে থাকে।মিছিলটির নেতৃত্ব দেন এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...