রথীন ঘোষ
কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ১৫৮ তম রবীন্দ্রজয়ন্তী পালিত হল।দিনভর চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
রথীন ঘোষ
কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ১৫৮ তম রবীন্দ্রজয়ন্তী পালিত হল।দিনভর চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
সুদিন মন্ডল
সাংসদ মমতাজ সংঘমিতা,বিধায়ক সুভাষ মন্ডল,প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ আরও বিশিষ্ট নেতৃবর্গের উপস্থিতিতে গোটা ভাতার ব্লক জুড়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচার করা হয় মঙ্গলবার দিনভর। হুডখোলা গাড়ি ও বাইক মিছিলের মাধ্যমে ভাতার এর কুবাজ পুর, খেরুর, নাসিগ্রাম, বড়বেলুন,বলগোনা,বনপাস প্রভৃতি যায়গায় প্রচার চালানো হয়।
সুদিন মন্ডল
ভাতারের মহাপ্রভু তলায় কূলচণ্ডা তরুণ সংঘের উদ্যোগে কবিগুরুর 158তম জন্মদিন পালিত হোলো মহা ধুমধামের সাথে। প্রভাত ফেরী, কবির মূর্তিতে মাল্যদান,গান,কবিতা,নৃত্য প্রভৃতির মাধ্যমে কবিকে স্মরণ করা হয়। উপস্থিত আশ্রমের স্বামীজি সহ, প্রাক্তন বন আধিকারিক জয়ন্ত ধারা,বিশিষ্ঠ শিক্ষক স্বপন চৌধুরী, ক্লাব সভাপতি ধাত্রীপদ কোনার,বিশিষ্ট আইনজীবী কৃষ্ণ বিনোদ যশ প্রমুখরা।
মোহন সিং
এদিন আসানসোল পুরসভার পক্ষ থেকে গুপ্তা কলেজ মোড় থেকে প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়৷এরপর রবীন্দ্রভবন সংলগ্ন রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন আসানসোলের মহানাগরিক জীতেন্দ্র তিওয়ারী,এম আই সি অভিজিৎ ঘটক সহ আরো অনেকে৷রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে এদিন সংহতি মঞ্চে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷যেখানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন৷
মোহন সিং
বুধবার বারাবনি বিধানসভার অন্তর্গত নুনি গ্রাম পঞ্চায়েত থেকে প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করলেন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷প্রচার মিছিলটি নুনি মোড় থেকে লালগঞ্জ এথোড়া হয়ে জনার্দন সায়েরে গিয়ে শেষ হয়৷এদিনের প্রচার মিছিলে নিজে ঢাক বাজিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রী৷কোথাও গাড়ি থেকে নেমে ভোটারের হাতে পদ্মফুল তুলে দিতেও দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রীকে৷এদিনের প্রচারে প্রার্থীদের সাথে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা সেলের নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল৷
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...