শনিবার, ফেব্রুয়ারী ১০, ২০১৮

আসানসোল লায়ন্স ক্লাবের রক্তদান শিবির

মোহন সিং

আসানসোল লায়ন্স ক্লাব অফ গ্রেটারের পক্ষ থেকে আসানসোলের গোপালনগরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হল। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এদিন নারী, পুরুষ নির্বিশেষে রক্তদান করেন। অমরনাথ চট্টোপাধ্যায় রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন।

আইন অমান্য কর্মসূচী পালিত আসানসোল সিপিএমের

মোহন সিং

১০ ফেব্রুয়ারী সিপিএমের আইন অমান্য কর্মসুচী। আর এই আন্দোলনকে সামনে রেখে আসানসোলে সিপিএমের গন কনভেনশন অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন সিপিএম নেতা বংশগোপাল চৌধুরি সহ শিল্পাঞ্চলের তাবড়া বাম নেতারা। কেন্দ্রীয় জনবিরোধী নীতির প্রতিবাদে কর্মীদের আইন অমান্য আন্দোলনে যোগ দেওয়ার ডাক দিলেন বাম নেতারা।আজ আইন অমান্য কর্মসূচী পালিত হল।

ইন্টারনেট সাথী প্রকল্প নিয়ে সভা বাঁকুড়ায়

শুভদীপ ঋজু মন্ডল

জঙ্গলমহলের বিশিস্ট সমাজসেবী অনুপ পাত্রের হাত ধরে বাঁকুড়ার জঙ্গলমহলে ইন্টারনেট সাথী প্রকল্পের সুচনা হয়েছিল গত ৩রা ফেব্রুয়ারী
আজ  তা শেষ হল সিমলাপালের একটি বেসরকারি কলেজে। সেন্টার ফর এনভাইরন মেন্টাল এন্ড সোসিও ইকনমিক রিজেনারেশনের উদ্যোগে টাটা ট্রাষ্ট ও গুগুলের সহযোগীতায় ইন্টারনেট সাথী প্রকল্পের মাধ্যমে বাঁকুড়ার জঙ্গলমহলের মহিলাদের ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সচেতন ও স্বনির্ভর করার  বিশেষ প্রশিক্ষন শিবিরে  ২৪৩ জন মহিলা ইন্টার লনেট সাথীর  প্রশিক্ষণ  নিলেন।সারেঙ্গা, সিমলাপাল,রাইপুর রাঁনীবাঁধ,খাতড়া ও হীড়বাঁধে মোট ২৪৩ জন মহিলা প্রাথমিক ভাবে এই প্রশিক্ষন নিলেন। এরপর তারা নিজ নিজ গ্রাম সংসদ এলাকার মানুষদের ইন্টারনেট এর ব্যবহার শেখাবেন,এ কথা জানালেন সংস্থার সচিব দেবাশিষ পন্ডা। সিমলাপালের বিক্রমপুর ডিএল এড কলেজ ও খাতড়ার মহাবীর গেষ্ট হাউসে আজ শেষ হল  এই প্রশিক্ষণ শিবির।খাতড়া, রানীবাঁধ,হীড়বাঁধ ব্লকের প্রশিক্ষণ হল খাতড়ায়,বাকী জঙ্গল মহল ব্লক সমুহের প্রশিক্ষণ হল সিমলাপালের বিক্রম পুরে।
আজকের সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জনশিক্ষন সংস্থান এর ডাইরেক্টর দিলীপ পাত্র ও সমাজ সবী অশোক ষন্নিগ্রহী। প্রশিক্ষণার্থী দের হাতে ব্যাগ,ছাতা, মোবাইল ও ট্যাব তুলে দেওয়া হয়।অনপ পাত্র  জঙ্গলমহলের মহিলাদের স্বনির্ভর ও সামাজিক উন্নয়ন এর এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন। সমাপ্তি অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মণ্ডল ও সমাজসেবী  সনৎ পণ্ডা।

জয়নগরে চলছে বাৎসরিক উৎসব

উজ্বল বন্দ্যোপাধ্যায়

৫৮ তম বাৎসরিক উৎসব ও কৃষি মেলা চলছে জয়নগরের নিমপীঠ বিবেকানন্দ ময়দানে। এই মেলার উদ্বোধন করেন বাগবাজার মিশনের নিত্যামুক্তানন্দজী মহারাজ,নিমপীঠ আশ্রমের সম্পাদক সদানন্দজি মহারাজ,কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিলেন্দু জ্যোতি মৈত্র।মেলাতে চাষের উপর আলোচনা হয়।

বাঙ্গুর শ্রেয়সীর বইবিলি সুভাষ শিক্ষা সদনে


কোলকাতা

শনিবার বাঙুর এভিনিউতে বাঙুর শ্রেয়সী (ফ্লাইং মেশিন ) স্বেচ্ছাসেবী সংগঠনের  তরফে বাঙুর এভিনিউ শ্রী সুভাষ শিক্ষা সদন (হিন্দি) প্রাথমিক বিভাগ স্কুলের আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রায় ১৫০ জন ছাত্র ও ছাত্রীদের পড়াশোনার সামগ্রী তুলে দেয়া হয়  এই অনুঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি দীপ্তি রায় কাউন্সিলার (পুরমাতা ). শ্রী মৃগাঙ্ক ভট্টাচার্যী (পুরপিতা). শ্রী সুপ্রিয় দাস (আই.সি ) লেকটাউন থানা ও সমাজের গুণী ও বুদ্ধিজীবী মানুষেরা.  'বাঙুর শ্রেয়সী'' সংস্থার কর্মকতা শ্রী সুজিত ঘোষ জানান - সারা বৎসর রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের এই কর্মসূচি চলে. আজ ১৫০ জন ছাত্র ও ছাত্রীদের পাশে থাকতে পেরে আমরা খুশি।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER