সোমবার, এপ্রিল ০৯, ২০১৮

পথের বলি কংগ্রেস প্রার্থী, দুর্ঘটনা নাকি খুন?

মানস দাস,মালদা

মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক কংগ্রেস প্রার্থীর। আহত হয়েছেন এক বাইক চালকও। ঘটনাটি ঘটেছে, সোমবার সকাল সাড়ে নয়টা নাগাদ ইংরেজবাজার থানার যদুপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজরা থানার বিশাল পুলিশবাহিনী। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। দুর্ঘটনার পর ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন করতে এক কংগ্রেস কর্মীর বাইকে বসে ইংরেজ বাজার ব্লকে জাচ্ছিলেন। ব্লক অফিসে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে,একটি দশ চাকা লরি তার মাথা পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম, ববিতা সিংহ(৩৫)। বাড়ি কাঞ্চনটার এলাকায়।  আহত হয়েছেন, এনতাজ আলম। তাকে ভরতি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিভাবে ঘটল এই দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানা পুলিশ। পুলিশ গাড়িটিকে আটক করলেও চালক ও খালাসী পলাতক।এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।

ভোট মিটলেই আরও আলোকিত হবে মঙ্গলকোট

পারিজাত মোল্লা

ক্রমাগত লোডশেডিং এবং লো ভোল্টেজ সমস্যা মিটতে চলেছে সদর মঙ্গলকোট এলাকায়।সেইসাথে দুই থেকে তিনটি অঞ্চলে বিদ্যুৎ পরিষেবার মান বাড়তে চলেছে।তবে পঞ্চায়েত ভোট না মিটলে এই সাব স্টেশন প্রকল্প চালু হচ্ছেনা।প্রায় সব কাজ হয়ে গেছে।মঙ্গলকোটের সদর শহর নুতনহাটে জেলাপরিষদের জায়গায় ৩৩/১১ কেভি বিদ্যুৎ স্টেশনটি হয়েছে। ভবন, পাওয়ার গ্রিড সবই হয়েছে।সেইসাথে ৩৩ হাজার ভোল্টেজের তার ঢুকেছে এখানে।যেটা ১১ হাজার ভোল্টেজে রুপান্তরিত হয়ে পৌছে যাবে গ্রামে গ্রামে।কমপক্ষে কুড়ি থেকে বাইশ টি গ্রাম সহ নুতনহাট শহরবাসী এই পরিষেবা পাবে।একটু ঝড়জল হলেই বিদ্যুৎ চলে যায়।গোটা ব্লকে সামগ্রিকভাবে মেরামতির কাজ শেষ হলে, তবেই বিদ্যুৎ আসে এখানে।আর সেটা হবেনা বলে মনে করছে এলাকাবাসী। বাদশাহি সড়কের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টেজের তার এসেছে খুব নিচু ভাবে।সেখানে বাসের ছাদে কেউ দাড়ালে বিদ্যুতপৃস্ট হয়ে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।তাই খোলা অবস্থায় থাকা তারগুলিতে গার্ড লাগাবার দাবিও উঠেছে।

বীরভূম সীমান্তে ধৃত ৩০

তথাগত চক্রবর্তী

বীরভূম ঝাড়খণ্ড সীমান্তে চলছে পুলিশি তল্লাশি ।এখনও পর্যন্ত গত ২ দিনে ৩০ জন কে গ্রেপ্তার করেছে জেলাপুলিশ।

রাষ্ট্রপতি শাসন চাইছেন হাঁসনের বিধায়ক

তথাগত চক্রবর্তী

মনোনয়ন পত্র জমা নিয়ে রাজ্য জুড়ে যে বিরোধীদের উপর অত্যাচার চলছে তারই প্রতিবাদে  রাষ্ট্রপতি শাসনের  দাবিতে রামপুরহাটে রাস্তায় নেমে  অভিনব প্রতিবাদ জানালেন  হাঁসনের বিধায়ক মিলটন রসিদ ।

ভোট প্রস্তুতি সভা ময়নাগুড়িতে

সোমনাথ চক্রবর্তী

রবিবার ময়নাগুরি বিডিও অফিসে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ময়নাগুরি বিধায়ক, ময়নাগুরি বিডিও,ময়নাগুরি পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রা। এ দিনের বৈঠকে মাইক বাজানো, মিছিলের অনুমতি কিভাবে নিতে হবে তা স্থির হয়।এ ছাড়াও নির্বাচন বিষয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়।

রক্তদান শিবির বাঁকুড়ার জয়পুরে

সাধন মন্ডল

বাঁকুড়ার জয়পুর ব্লকের রাউৎখণ্ড স্পোটিং এসোসিয়েশন  এর উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান  শিবিরে চারজন মহিলা সহ ষাটজন রক্তদান  করেন। এই রক্তদান  শিবিরের উদ্বোধন  করেন পঃবঙ্গ সরকারের পঞ্চয়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা। ক্লাব সম্পাদক রাধানাথ বাগ্দী বলেন  মুখ্যমন্ত্রী  মমতা বন্দোপাধ্যায় এর অনুপ্রেরণায় আমাদের ক্লাব এবছর সরকারী সাহায্য পেয়েছে তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ধন্যবাদ জানাই। ক্লাব সদস্য রাকেশ বটব্যাল, প্রশান্ত ঘোষরা বলেন গ্রীষ্মকালে রক্তের চাহিদামেটাতে আমাদের এই উদ্যোগ। আমরা আশারাখছি এবার থেকে প্রতিবছর রক্তদান শিবির করবো।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER