মঙ্গলবার, মে ১৫, ২০১৮

কুলতলিতে তৃণমূল কর্মী খুন

 উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়

গতকাল সকালে ভোটের বলি হলো এক যুবক কুলতলিতে।কুলতলির মেরীগঞ্জ১নং গ্রাম পঞ্চায়েতের বালির চক বাজারের ৯ ও ১০নং বুথের ভোট চলাকালীন গুলি করা হয় আরিফ হোসেন গাজী(৩৫)নামে এক তৃনমূল কর্মীকে।তিনি গুলিবিদ্ধ হন।তার বুকে গুলি লাগে।এসইউসিআই ও সিপিআইএমের উপর  অভিযোগ।আরিফকে মহিসমারি প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে ওখান থেকে ফিরিয়ে দেওয়া হয়।তখন জয়নগরের পদ্মেরহাট হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকেরা।আরিফের ভাই আসিফ বলেন,দাদা তৃনমূল করে।ভোট দিয়ে বের হবার পথে এসইউসির লোকেরা দাদার বুকে গুলি করে।তাতেই দাদা মারা গেছে।তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন এসইউসির জেলা সম্পাদক দেবপ্রসাদ সরকার।তারা ওখানে পুনভোট দাবী করেন।

শ্বাশুড়ির কে স্ত্রীর মর্যাদা দেবে জামাই


শ্যামল রায়

স্ত্রীর সাথে ঘনিষ্ঠতা না থাকায় প্রেমিকা হয়ে যায় শাশুড়ি। শেষ মুহূর্তে শ্বাশুড়ির প্রেমে মজে স্ত্রীর মর্যাদা দিতে পালিয়ে এলো জামাই। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নবদ্বীপ ধাম রেলস্টেশনে। জানা গিয়েছে যে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের বাসিন্দা প্রসূন হাজরা শাশুড়িকে নিয়ে পালিয়ে আসেন নবদ্বীপ ধাম রেলস্টেশনে। উদ্দেশ্য শাশুড়িকে স্ত্রীর মর্যাদা দিতেই হবে দাবি শাশুড়ির। শাশুড়িকে জামাই নিয়ে চলে আসায় হতবাক তার স্ত্রী। চোখের জল ফেলে স্ত্রী জানিয়ে দিল আমার মা কেমন বিবেক বুদ্ধি যে আমার সাথে ঘর সংসার আমার সাথে ঘনিষ্টতা না করে আমার মাকে নিয়েই পালিয়ে গেল স্বামী। বুধবার জামাই প্রসূন হাজরা জানালেন যে কিভাবে কেমনভাবে শাশুড়ি আমার সাথে প্রেম তারপর ঘনিষ্ঠতা বেড়ে যায় আমি নিজেও বুঝতে পারছিনা। শাশুড়ি আমাকে জানিয়ে দেন যে স্ত্রীর মর্যাদা দিতে হবে। আমার পক্ষে এখন মা-মেয়ে দু'জনকেই রাখা সম্ভব নয়। গরীব মানুষ তাই শাশুড়ির চাপে পড়েই শেষমেশ শাশুড়িকে স্ত্রীর মর্যাদা দেবার জন্যই পালিয়ে এসেছি। আরও জানা গিয়েছে যে এদিন প্রসূনের বাবা মা এসে অনেকবার নবদ্বীপ জিআরপির সামনে আলোচনার মধ্যে দিয়ে বাড়ি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেও শেষমেশ ব্যর্থ হয়েছেন তিনি। অবশেষে শাশুড়িকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে  পথ হাঁটলে জামাই প্রসূন। উদ্দেশ্য একটাই অনেকটা দূরে গিয়ে দুজনে ঘর সংসার করবেন।
এই ঘটনায় ঘিরে কেতুগ্রাম এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাড়ি ছেড়ে পালিয়ে আসা শাশুড়িকে নিয়ে জামাই সংসার করবেন এই প্রতিশ্রুতি দেওয়ার ফলে প্রসূনের বাবা-মা ও ভাই আশাহীন ভাবে  বাড়ি ফিরে যায়।

চুরির ঘটনা বেড়েই চলেছে নবদ্বীপ শহরে


শ্যামল রায়

নবদ্বীপ শহরের দক্ষিণাঞ্চলে চোরের উপদ্রব বাড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ বাসিন্দারা। মঙ্গলবার রাতে নবদ্বীপ ধাম রেল স্টেশনের রেল কোয়াটারে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঐ কোয়াটারের বাসিন্দা দেশের বাড়ীতে বেড়াতে যাওয়ায় এই চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার কারণে দুষ্কৃতীরা কোয়াটারের দেওয়াল ভেঙে ঘর থেকে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে বলে জানিয়েছেন গৃহকর্তা সঞ্জয় কুমার।
বুধবার সকালে সঞ্জয় কুমার জানিয়েছেন যে তার ঘর থেকে ১০ হাজার টাকা নগদ ও কিছু সোনার অলংকার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
তিনি জানিয়েছেন যে নবদ্বীপ থানা কে চুরির ঘটনা জানানো হয়েছে। নবদ্দীপ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত দুষ্কৃতীদের ধরার উদ্যোগ গ্রহণ করা হবে।
তবে নবদ্বীপ শহরের দক্ষিণ অঞ্চলে নবদ্দীপ রেলগেট পুরনো ট্যাক্সের এখানেও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে যে নবদ্বীপ রেলগেটে বেকারি শিল্পের মালিক এর দোকানে কয়েকদিন আগে চুরি হয়।অর্থ সহ বেশ কিছু মালপত্র নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা ওই দোকান থেকে। এছাড়াও নবদ্বীপ প্রফুল্লনগর নতুন বাজারের ব্যবসায়ী সঞ্জয় সরকারের দোকানে চুরির ঘটনা ঘটেছে। মুদিখানার দোকান থেকে বেশ কিছু নামী দামী মালপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ করেছেন সঞ্জয় সরকার। নবদ্বীপ ধাম রেল স্টেশনের এক ক্ষুদ্র ব্যবসায়ী রোহিত দেবনাথ জানিয়েছেন যে দিনের পর দিন এই সমস্ত এলাকায় অসামাজিক লোকজন দের বাড়বাড়ন্তে ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়ছে।ধাম রেলস্টেশনের চারপাশের বেশ কিছু ব্যবসায়ী জানিয়েছেন যে দিন-দুপুরে প্রকাশ্যে দোকানে মদ বিক্রি হচ্ছে এবং বাড়ছে জুয়াড়িদের ভীড়। বেশকিছু উঠতি যুবক জুয়ার আসর বসিয়ে পাল্লা দিয়ে গাজা খাওয়ার রমরমা বেড়েছে এই সমস্ত এলাকায়। এর ফলে দেশ-বিদেশ থেকে আসা বহু পর্যটক নবদ্বীপ ধাম রেলস্টেশনে ট্রেন থেকে নামার ফলে অনেকের কাছ থেকেই মোবাইল মানিব্যাগ সহ অনেক কিছুই হারিয়ে যাচ্ছে ও চুরির ঘটনা ঘটছে। তবে স্টেশনের ক্ষুদ্র ব্যবসায়ী আশিষ সহ অনেকেই জানাচ্ছেন যে পুলিশের তৎপরতা আরও বৃদ্ধি পাওয়া দরকার। এই সমস্ত এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারাও। পুলিশের টহল নবদ্বীপ ধাম রেল স্টেশনের রেল পুলিশ সবাইকে আরো সর্তকতা অবলম্বন করা দরকার বলেই মনে করছেন যাত্রীসাধারণ। আরো অভিযোগ যে ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় ভোর বেলার দিকে যেসমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো আসে বহু যাত্রী নবদ্বীপ ধাম রেলস্টেশনে নেমে বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করেন জানা গিয়েছে নবদ্বীপ ধাম রেল স্টেশনের রেল টিকিট কাউন্টারের সামনে যারা থাকেন ওদের মাঝে মধ্যেই ব‍্যাগ মোবাইল এবং অনেককিছুই চুরি ঘটনা ঘটে।  অভিযোগ ওই সমস্ত রাত্রি যাপন করা সর্বস্ব হারিয়ে বাড়িতে ফিরে যেতে হয় বলেও নানা রকম অভিযোগ উঠেছে। মোবাইল এবং অনেককিছুই চুরি ঘটনা ঘটে।  অভিযোগ ওই সমস্ত রাত্রিযাপন করা সর্বস্ব হারিয়ে বাড়িতে ফিরে যেতে হয় বলেও নানা রকম অভিযোগ উঠেছে। যদিও রেল পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আমরা সবসময় সতর্ক এবং চুরির ঘটনা রুখতে আমাদের পুলিশ টহল দেয় রেল চত্বর ও বিভিন্ন প্লাটফর্মে। তবে যাত্রীদের অভিযোগ যে রেল পুলিশ অনেক সময় দায়িত্ব এড়িয়ে গিয়ে নবদ্বীপ থানা পুলিশের ওপর দোষ চাপিয়ে দিয়ে খালাস হয় বলেও অভিযোগ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER