শ্যামল রায়
কবি-সাহিত্যিকদের নিজস্ব সংগঠন বাংলা রাইটাস ফোরামের উদ্যোগে অসহায় সম্বলহীন গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো।
বুধবার প্রাকৃতিক বিপর্যয় কে উপেক্ষা করে দেড় শতাধিক অসহায় গরীব মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম-শৃঙ্খলা মেনে খাদ্য সামগ্রী গ্রহণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ এর শুভ সূচনা করেন স্থানীয় কাউন্সিলর বিজন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অশোক অধিকারী ও সংগঠনের রাজ্য সম্পাদক কবি ও সাংবাদিক শ্যামল রায় সহ অনেকে।
নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল নগর ভোরের খবর ভবন শ্যামল রায়ের বাড়ি থেকে অসহায় গরীবদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার কাজ হয়। অসহায় গরীবদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দিয়ে কাউন্সিলার বিজন দেবনাথ জানান যে করোনাভাইরাস এর জেরে চলছে লকডাউন। এই এলাকার অধিকাংশ পরিবারের লোকজন প্যান্ডেল শ্রমিক। ভিন রাজ্যে আটকে পড়ার কারণে এই সকল পরিবারের আর্থিক অবস্থা শোচনীয়। স্থানীয় সাংবাদিক শ্যামল রায় যে ধরনের উদ্যোগ গ্রহণ করে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে যতটুকু সমাজসেবামূলক কাজ করছে এটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। কিছু মানুষ এই ধরনের কাজ করেন বলে বহু গরিব মানুষ উপকৃত হন। চতুর্থবারের জন্য এলাকার গরিব মানুষের মধ্যে জিরে হলুদ সোয়াবিন লবণ তেল সাবান ও মুড়ি প্যাকেট করে তুলে দেওয়া হয় । এলাকার মানুষ খাদ্য সামগ্রী পেয়ে ভীষণ খুশি বলে জানা গিয়েছে। অর্জুন বিশ্বাস প্রাণ বল্লব দেবনাথ নিরোধ শীল রাজকুমার রায় মিঠু রায় ,কবিতা মণ্ডল বলেন লকডাউন এরমধ্যে চরম অভাব এর মধ্যে খাদ্য সামগ্রী পেয়ে উপকৃত হলাম।