যশ সাহিত্য পরিবার
শুভশ্রী চৌধুরী (চতুর্থ শ্রেণী)
সবাইকে তুমি দিয়েছো সুযোগ
তবে ছোট্ট বলে আমি কেন যাব বাদ।
আকাশে যেমন একটা সূর্য
তেমনি একটা চাঁদ। কবিতা লেখাই আমার নেশা
কচিহাতে তাই লিখছি দুই এক কলি।
যদি পরিবার অনুমতি দেয়
তবে কবিতাটি বলি।
শোনো শোনাে কবিগণ
বলি এক গল্প ।
এক যে ছিল রাজা
তার রাগ যে ভারি অল্প ।
বাসে ভালো তাকে সবাই
আট থেকে আশি ।
তিনি সবার আগে
ছুটে আসেন মাঝরাতে
উঠলে কারো কাশি ।
সকলকে ভালো বাসনে
আগলে রাখেন তিনি।
সবার থেকে মিষ্টি তিনি তাই দেখে লজ্জা পায় চিনি ।
আমি সেই যশ সাহিত্য পরিবারের
ছোট্ট এক সদস্য।
আমার লেখা পড়ে যেন করো না কেউ হাস্য।