সোমবার, ফেব্রুয়ারী ১৯, ২০১৮

আসানসোল উত্তর থানার সেফ ড্রাইভ কর্মসূচি

মোহন সিং

সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে আসানসোল উত্তর থানা এলাকায় বিশেষ কর্মসুচী পালন করা হল। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ট্রাফিক প্রশান্ত দাস, আসানসোলের সার্কেল ইন্সপেক্টার, ট্রাফিক ওসি। এদিন সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি পদযাত্রা বের করা হয়। এতে অংশগ্রহন করেন ধাদকা এনসি লাহিড়ি স্কুলের ছাত্রছাত্রীরা।

মেমারির কৃষ্ণবাজারে তৃনমূলের প্রতিবাদ সভা

সেখ সামসুদ্দিন

মেমারি কৃষ্ণবাজারে মহিলা তৃণমূল কংগ্রেস, শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস ও শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে পথসভা করা হয়। সম্প্রতি বিজেপি মেমারিতে একটি সভায় তৃণমূলদের মার দিতে, হাত-পা ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেওয়ার প্রতিবাদে তীব্র ভাষায় জবাব দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ভাইস-চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মহিলা নেত্রী মানসুরা বেগম, যুব নেতা সেখ ইসমাইল, প্রসুন, ছাত্র নেতা মুকেশ শর্মা, মেমারি কলেজের জিএস, কাউন্সিলর রূপা খাঁড়া, চিরঞ্জীব ঘোষ প্রমুখ।

বাসে কলেজ ছাত্রীর পা পিষে গেল সিউড়ীতে

তথাগত চক্রবর্তী

বীরভূমের সিউড়ি বাসস্যান্ডে বাসের পিছন চাকায় পা পিষে গেল সঞ্চিতা ঘোষ নামে এক কলেজ ছাত্রীর।স্থানীয়রা জানিয়েছেন টোটো থেকে তাড়াহুরো করে বাস ধরতে গিয়ে পিছলে বাসের তলায় পরে যায় ।বড়সড় দূর্ঘটনা হাত থেকে রক্ষা পেল ঐ কলেজ ছাত্রী।তারা জানান যেখানে সেখানে পোটো দাঁড় করার জন্য এরকম ঘটনা প্রায় ঘটছে ।পুলিশ এসে বাসটিকে আটক করেছে।ছাত্রীটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ধুলোয় অতিষ্ঠ চ্যাংরাবান্দাবাসী

মেখলিগঞ্জ

ধুলোয় অতিষ্ট চ্যাংরাবান্ধা সীমান্তের বাসিন্দারা।তাদের অভিযোগ ধুলোর জন্য বর্তমানে এলাকায় টেকাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে।দিনের বেলাতেই লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে।রাস্তায় নাক মুখ ঢেকে চলতে হচ্ছে।এতে সর্দি কাশি লেগেই রয়েছে।উল্লেখ বর্তমানে চ্যাংরাবান্ধা সীমান্তে এশিয়ান হাইওয়ের সড়ক সম্প্রসারনের কাজ চলছে।তারউপর এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন প্রচুর পণ্যবোঝাই ভারত বাংলাদেশের ট্রাক যাতায়াত করছে।যার কারনেই ধুলোয় ঢেকে যাচ্ছে এলাকা।অনেকেই বাড়ির দরজা জানালা বন্ধ করে রাখতে হচ্ছে।ধুলো নিরসনে রাস্তায় জল দেওয়া হয় বলে এশিয়ান হাইওয়ে কতৃপক্ষ জানিয়েছেন।বাসিন্দারা অবশ্য জানিয়েছেন,জল ঠিকমতো দেওয়া হয়না।বিশেষকরে শনিবার রবিবার অর্থাৎ ছুটির দিনগুলোতে জল দেওয়া হয়না বলেও অনেকের অভিযোগ।শীঘ্র তারা এই সমস্যা সমাধানের দাবি করেছেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER