বুধবার, জানুয়ারী ২২, ২০২০

দক্ষিণবঙ্গের ব্যস্ততম সড়ক সেতু বন্ধ, হয়রানি যাত্রীদের

মোল্লা জসিমউদ্দিন
  
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সবথেকে ব্যস্ততম সড়কসেতু মঙ্গলকোটের অজয় নদের উপর লোচনদাস সেতুটি এক মাস বন্ধ থাকবে। সেতুর পিচ এবং পিলার মেরামতের জন্য ২১জানুয়ারি থেকে এই সেতুটি বন্ধ হয়েছে । চারচাকার সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে সাইকেল - মোটরসাইকেল সহ পথচারীদের উপর কোন বিধিনিষেধ থাকছেনা বলে প্রশাসন সুত্রে প্রকাশ। পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা দুটি সংযোগকারী অজয় নদের উপর প্রায় এক কিমি দৈঘ্য বিশিষ্ট লোচনদাস সেতুটির অধিকাংশ সেতু পিলার গুলি বসে গেছে। যার ফলে সেতুর স্বাভাবিক ভরণ ক্ষমতা হারিয়েছে। সেতুর পিলারে বিশেষত নদী গর্ভে থাকা পিলার গুলিতে চিড় ধরেছে। সাথে সেতুর উপর পিচে ছোটবড় গর্তও তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে পূর্ত দপ্তরের মেরামতির প্রস্তাবনায় ৮০ লক্ষ টাকা আর্থিক অনুদান মঞ্জুর করে রাজ্য সরকার। সেই প্রকল্পের কাজ শুরু হয়েছে ২১ জানুয়ারি থেকে। কলকাতা থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের দশের বেশি জেলায় কয়েক হাজার যানবাহন এই সেতুর উপর যাতায়াত করে থাকে। ২১ জানুয়ারি থেকে এই গাড়ি গুলি বর্ধমান শহর থেকে একাধারে কাটোয়ার যাজীগ্রাম - ফুটিসাকো রুটে যাতায়াত করতে হবে। আরেকটি বর্ধমান শহর দিয়ে ভেদিয়া - বোলপুর রুটে চলবে। অজয়ের এপারে মঙ্গলকোটের নুতনহাট এবং অজয় নদের ওপারে নানুরের পালিতপুর মোড়ে স্থানীয় বাসগুলি চলাচল করবে বলে প্রশাসন সুত্রে প্রকাশ। লোচনদাস সেতুর নিচে অজয় নদের বেআইনী যততত্র বালিঘাট এবং সেতুর উপর দিয়ে বীরভূমের পাঁচামী থেকে পাথর বোঝাই আগত গাড়ীর বেহিসেবী যাতায়াত লোচনদাস সেতুর এই বিপর্যয়ের মূল কারণ। ১৯৯৮ সালে ৮ জুলাই চালু হওয়া এই সেতুর বয়স সবে কুড়ি বছর পেরিয়েছে। তাই আগামীদিনে এই সেতুর নিচে অজয় নদের বালিঘাট নিয়ন্ত্রণে এবং অত্যাধিক পাথর বোঝাই গাড়ী যাতায়াতে বিধিনিষেধ না রাখলে এই সেতু ক্রমশ বিপদজনক হয়ে উঠবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।                                                                                                          

কুমুদ সাহিত্য মেলার পাশে রাজ্যের পরিবহন মন্ত্রী

কুমুদ সাহিত্য মেলার পাশে দাঁড়ালেন রাজ্যের পরিবহন মন্ত্রী 


স্বপ্ন কোনদিন বাস্তবে এলে, তার বহিঃপ্রকাশ  করার ভাষা খুঁজে পাওয়া যায়না। তবুও মনের অন্দরে থাকা সেই খুশি বা আনন্দ জানাতেই হয়। 
গত দশ বছর ধরে মঙ্গলকোটের  কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর জন্মদিন উপলক্ষে কুমুদ  সাহিত্য মেলা করে আসছি।এতদিন  কোথাও কোন সরকারি সাহায্য পাইনি। তিনশোর বেশি কবি সাহিত্যিক আসেন, তাঁদের কাছে কোন ডেলিকেট ফি গ্রহণ করেনি এবং করবোও না। বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের কাছে হাত পাতি।লজ্জা করিনা,অনেকেই সাধ্যমতো সহায়তা করেন। সাংবাদিকতা পেশার আয়ের সিংহভাগ খরচ হয় এই কুমুদ সাহিত্য মেলা ঘিরে। ঠিক এইরকম পরিস্থিতিতে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের পাশে দাঁড়ালেন। রাজ্যের গুরত্বপূর্ণ মন্ত্রীর নজরে কুমুদ সাহিত্য মেলা! এটা উপলব্ধি করতে পেরেই আমরা আপ্লূত।  আগামী ৩ রা মার্চ  আসছেন পান্ডব গোয়েন্দা খাত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, কবি মন্দাক্রান্তা সেন, বিদ্রোহী কবির নাতনি সোনালি কাজি, সাহিত্য সম্রাটের পঞ্চম বংশধর জয়দীপ চট্টোপাধ্যায়, সাহিত্যক আরণ্যক বসু প্রমুখ। ওইদিন 'মনন' এর  তরফে ১৫০ জন দুস্থদের বস্ত্রবিলি, 'সুসম্পর্ক' এর তরফে ১০০ জন দুস্থ পড়ুয়াদের শিক্ষাসামগ্রী, 'উদার আকাশ' এর তরফে ৩ সাংবাদিক কে সংবর্ধনা , 'আরএনঘোষ  মেমোরিয়াল ট্রাস্ট' এর তরফে ২ জন দুস্থ কৃতিদের আর্থিক অনুদান সর্বপরি ২০ জন গুনীজনদের সংবর্ধনা জানানো হবে। ওইদিন সপরিবারে আসুন। দেখতে পাবেন বৈষ্ণব কবি লোচনদাসের সমাধিস্থল, সতীপীঠ খ্যাত মঙ্গলচণ্ডীর মন্দির , মহাদেবের নীললোহিত মন্দির, মুঘল সম্রাট  শাহজাহান বাদশার  শিক্ষা  ও  দীক্ষাগুরু  আব্দুল  হামিদ  বাঙ্গালীর  কবরস্থান, হোসেন শাহ বাদশার মসজিদ প্রমুখ দর্শনীয় স্থান। 


💐🙏 মোল্লা  জসিমউদ্দিন সম্পাদক  (কুমুদ সাহিত্য মেলা কমিটি)

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER