রবিবার, জুলাই ২৯, ২০১৮

মঙ্গলকোটে প্রাথমিক পড়ুয়াদের পোশাক বিলিতে ভিজিল্যান্স তদন্ত দাবি

মোল্লা জসিমউদ্দিন 

মঙ্গলকোটের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের পোশাকের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠছে অভিভাবকদের মধ্যে।অত্যন্ত নিম্নমানের এই পোশাক এক - দুবার কাঁচার পর ছিড়ে যাচ্ছে বলে দাবি পড়ুয়াদের পরিবারগুলির।৪০০ টাকা বরাদ্ধ প্রতি পড়ুয়া পিছু।সেখানে মঙ্গলকোটের   বস্ত্র  ব্যবসায় যুক্ত ব্যক্তিরা উক্ত পোশাক ভালোভাবে দেখে জানাচ্ছেন -আড়াইশো টাকার বেশি দাম হবেনা এই পোশাকগুলির ।  বিশেষ সুত্রে দাবি, মঙ্গলকোটের বিভিন্ন বিদ্যালয়ে বরাত পাওয়া বেসরকারি সংস্থাটি তৃনমূলের শিক্ষা সেলের এক নেতার মাধ্যমে এই কাজের বরাত পেয়েছেন মোটা অংকের কমিশন খাইয়ে।উত্তর ২৪ পরগণার স্বরুপনগর সহ বেশিরভাগ বিদ্যালয়ে এহেন পোশাক দুর্নীতি রুখতে পড়ুয়াদের হাতে নগদ টাকা বিলি করছে স্কুল কর্তৃপক্ষ ।সেইজায়গায় মঙ্গলকোটের শতাধিক স্কুলে হাজারের বেশি প্রাথমিক পড়ুয়াদের পোশাকবিলিতে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি চলছে।বিষয়টি নিয়ে  প্রশাসন খতিয়ে দেখবার আশ্বাস অবশ্য দিয়েছে।  নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান - এই পোশাক বিলি দুর্নীতিটি ভিজিল্যান্স দপ্তর তদন্ত করলে আসল সত্য প্রকাশ পাবে।কেননা পঞ্চায়েত সমিতির বিদায়ী এক পদাধিকারী  যিনি আবার প্রাথমিক শিক্ষক। তিনি এই দুর্নীতির মূল হোতা। মিড ডে মিলের পড়ুয়াদের থালা বাটি গ্লাস দিতে এক কোটির কাছাকাছি আর্থিক অনুদান এসেছিল। সেটাও তদন্ত হওয়ার দরকার।উল্লেখ্য এই বরাত টি পেয়েছিলেন তৎকালীন বিডিও সায়ন দাশগুপ্তের ছায়াসঙ্গী  এক বন্ধু।যিনি জেলার লোক না হলেও বিডিও কোয়াটারে সর্বদা বিচরণ করতেন বলে প্রকাশ।               

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER