সৈয়দ রেজওয়ানুল হাবিব ,
বারাসাত ১ নং ব্লকের কদম্বগাছি ধর্মতলা টাকি রোড সংলগ্ন সকাল আটটা নাগাদ ডালডা কারখানায় বিধ্বংসী আগুন ধরে যায়। দমকলের সাতটি ইজ্ঞিন ও এলাকাবাসীর তৎপরতার আগুন আয়ত্তে আসে। সেই সময় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবং এলাকার মানুষ কিছুক্ষণ আতংকের মধ্যে থাকে। হতাহতের কোন খবর নেই।