রবিবার, জুলাই ১৬, ২০১৭

শনিবার গভীররাতে নাদনঘাট থানার হাতে ধরা পড়ল ভুয়ো আডভোকেট স্টিকার সাঁটা গাড়ীতে একশো কেজির গাঁজা, গ্রেপ্তার হয়েছে গাড়ীতে থাকা দুজন পাচারকারী।


একুশে জুলাই এর সমাবেশ উপলক্ষে কালনা বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুর নেতৃত্বে মিছিল।

মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোটে পথের বলি ১

মোল্লা জসিমউদ্দিন :  রবিবার সকালে বর্ধমান শহরে এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল জগবন্ধু পাল(৬৩) নামে এক ব্যক্তি।মৃতের বাড়ী মঙ্গলকোটের বনপাড়া গ্রামে। শনিবার দুপুর মঙ্গলকোটের নুতনহাট নিগন সড়করুটে বনপাড়া মোড়ে এক বেপরোয়া মোটরবাইক পথচলতি জগবন্ধু পাল কে ধাক্কা মেরে পালিয়ে যায়।পরে আহত অবস্থায় তাকে মঙ্গলকোট ব্লকস্বাস্থ্য কেন্দ্রে আনা হয়।অবস্থার অবনতি হলে গতকাল রাতেই নিয়ে যাওয়া হয় বর্ধমান শহরের এক নার্সিংহোমে।রবিবার সকালে মারা যায় সে।

প্রয়াত বিচারকের প্রথম বার্ষিকী




মোল্লা জসিমউদ্দিন : ২০১৬ সালে ১৫ জুলাই মঙ্গলকোটের পদিমপুরে মারা যান রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লা।শনিবার তাঁর মৃত্যুকালের প্রথম বার্ষিকীতে মিলাদের আয়োজন করা হয়।১৯৮৩ সালে ডাব্লিউ বিসিএসএস(জুডিশিয়াল)  পরীক্ষায় রাজ্যে মেধাতালিকায় স্থান পান।সেইসাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে প্রথম ব্যাচে এমএ পাশ করেন।বিচারক হিসাবে কর্মজীবন শুরু করার পুর্বে সর্বভারতীয় এক ইংরাজি দৈনিককাগজে সাংবাদিকতা করেছিলেন।কাটোয়ার কাশিরাম স্কুলে একদা শিক্ষক, কাটোয়া কলেজে রাষ্ট্রবিজ্ঞানের লেকচার এবং কাটোয়া আদালতে আইনজীবী হিসাবে কাজ করেছিলেন।বিচারক হিসাবে তিনি সদর বর্ধমান,  আরামবাগ,  সিউড়ি, দাঁতন,  আলিপুর, আলিপুরদুয়ার, বসিরহাট, মেদনীপুর সদর, গড়বেতা,  শ্রীরামপুর প্রভৃতি আদালতে বিচারক হিসাবে কর্মরত ছিলেন।এদিন তাঁর স্মরণে মিলাদ মেহফিলে পাথরচাপরি ইমাম মাওলানা শওকত সাহেব সহ এলাকার বিভিন্ন মসজিদ - মাদ্রাসার  ইমাম মোয়াজ্জেন দোয়ার মজলিশে অংশগ্রহণ করেন। 

কাটোয়ায় প্রতারক গ্রেপ্তার, উঠছে প্রশ্ন

মোল্লা জসিমউদ্দিন: শুক্রবার কাটোয়া মহকুমা আদালতে এসিজেম এজলাসে পেশ করা হয় 'প্রতারণা ' মামলায় ধৃত পরিতোষ ধর কে।বিচারক ধৃত কে জেল হেফাজতের নির্দেশ দেন।গতকাল বিকেলে কাটোয়া শহরে এক চায়ের দোকানের সামনে বেধড়ক মার খাওয়া উত্তর ২৪ পরগনা জেলার বীজনগরের হালিশহর এলাকার এই বাসিন্দা কে স্থানীয় থানার পুলিশ গ্রেপ্তার করে।কাটোয়ার কবিরাজ পাড়ার বাসিন্দা ও পেশায় শিক্ষক সৌম্যদীপ দে অভিযোগপত্রে জানিয়েছেন - পরিতোষ ধর নিজেকে পি.কে. মুখার্জী নামে আইএএস অফিসার পরিচয় দিয়ে চাকরী করে দেওয়ার নাম করে ত্রিশ হাজার টাকা নিয়েছেন। তার শালার চাকরী করে দেবার জন্য টাকা দিয়েও কোন কাজ হয়নি।তাই পেমেন্ট দেবার টোপে কাটোয়ায় প্রতারক কে আনা হলো।অভিযোগকারী শিক্ষকের আরও অভিযোগ - এই প্রতারক তার বৌমা ডাব্লিউবিসিএসের অফিসার এবং পুত্র কার্লিফোনিয়ায় ব্যবসাদার বলে বলতেন।স্থানীয় সুত্রে জানা গেছে  ধৃত পরিতোষ ধর কাটোয়া শহরে অতীতে দেড় বছর ঘরভাড়া থাকতেন।সেসময় তিনি এক বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন।তাই শিক্ষকের অভিযোগ ঘিরে উঠছে বিস্তর প্রশ্ন।প্রথমত যে ব্যক্তি কাটোয়া শহরে দেড় বছর এক প্রতিষ্ঠানে কাটিয়েছেন, তিনি কিভাবে আইএএস অফিসার পরিচয় দেবেন তা নিয়ে? একজন শিক্ষক হিসাবে কিভাবে টাকা দিলে চাকরী হবে সেই প্রতারণায় শিকার হলেন? একজন আইএএস অফিসার হয়ে তিনি মাত্র ত্রিশ হাজার টাকা নিলেন? এইবিধ নানা প্রশ্ন উঠছে এই প্রতারণা মামলাটি কে ঘিরে।

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আসানসোলে পথে নামলেন বিশিস্ট জনেরা l রবিবার স্থানীয় এলাকায় পথ পরিক্রমার পর সভায় এবিষয়ে বক্তব্য রাখেন রাজ্য মানবাধিকার কমিসনের সভাপতি বুম্বা মুখোপাধ্যায় সহ বিশিস্ট ব্যক্তিত্বরা l উপস্থিত ছিলেন বহু সাধারন মানুষজনেরাও


OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER