বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০১৯

পেপার কাটিং শেয়ার করার জের, নুসরত অনুগামীদের হামলায় তটস্থ শিক্ষক সাংবাদিক

ফেসবুকে তৃণমূল প্রার্থী নুসরতের পুজো দেওয়ার পেপার কাটিং পোষ্ট করে হেনস্থার শিকার শিক্ষক আলি আকবর

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিগত কয়েকদিন আগে বসিরহাট লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দেয়। বর্তমান পত্রিকা এই খবরটি প্রকাশ করেন।
এই পেপার এর কিছু অংশ নিয়ে স্কুল শিক্ষক আলি আকবর জনপ্রিয় সোশাল  মিডিয়া ফেসবুকে শেয়ার করেন। আর সেই কারণে
বসিরহাট এলাকার কিছু সমাজবিরোধী ও দুস্কৃতিকারীরা বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক আলি আকবরের বাক স্বাধীনতাকে কেড়ে নিতে মানসিক নির্যাতন চালালেন আজ তার স্কুলে।
আলি আকবর বাবু বলেন,বর্তমান পত্রিকার নুসরতের পুজা দেওয়ার পেপার কাটিং পোস্ট করায়, স্থানীয় তৃনমূল নেতারা ১০-১৫ জন আমার স্কুলে এসে হুমকি দিয়ে গেছে এবং পুজো দেওয়ার ভিডিও ও এই পোস্ট জোর করে ডিলিট করতে বাধ্য করেছে। এরা একেবারে হন্যে হয়ে যাচ্ছে। স্বাধীন মতামত প্রকাশের কোন সুযোগ আর থাকছেনা।

আগে আমরা স্টেজ করে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি কিছু হয়নি।
এখন সামান্য ফেসবুকে পোস্ট করলেই সরাসরি এসে হুমকি দিচ্ছে, অপমান করছে।
সরকারের সমালোচনা করা যাব না, সরকার বিরোধী কোন মন্তব্য করা যাবে না।
রাজ্যের পরিস্থিতি ১০ বছরের আগের বিহারের থেকেও খারাপ এরাই প্রমান
এভাবে মানসিক আক্রমণ করে কোন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা ও বাকস্বাধীনতা  কেড়ে নেওয়া যায় না। আমি কি বলবো তা গুন্ডা এবং সমাজবিরোধীরা আজকে ঠিক করে দিতে চাইছে এ যেন মরিয়া হন্যে কুকুরের ন্যায়।এদের প্রতি আমার একরাশ ঘৃণা।
তৃণমূল সরকারের আমলে তাহলে কি ব্যক্তিগত স্বাধীনতা ও বাক স্বাধীনতা হারাতে হচ্ছে সাধারণ মানুষ তা নিয়ে গুঞ্জন সোশ্যাল মিডিয়া।

ভাতার চষে বেড়ালেন মন্ত্রী অরুপ বিশ্বাস

মোল্লা জসিমউদ্দিন ,
সুদিন  মন্ডল ,

বুধবার সকালে  রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী ডঃ মমতাজ সংঘমিতার সমর্থনে পূর্ব ভাতারের বিভিন্ন গ্রামের মোড়ে রোড শো করেন। প্রার্থী ছাড়াও এদিনের পথ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,ভাতারের বিধায়ক সুভাষ মন্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা,মান গোবিন্দ অধিকারী প্রমুখরা।  ভাতার ফায়ার ব্রিগেড এলাকা থেকে এই রোড শো শুরু হয়ে বেলডাঙ্গা, বালসি ডাঙ্গা, কুবাজপুর,খেরুর, মুরারীপুর, নাসিগ্রাম, বড় বেলুন হয়ে ভাতার পার্টি অফিসে এক পথসভার মাধ্যমে শেষ হয়। কয়েক হাজার কর্মী সমর্থক এদিনের প্রচার পর্বে  উপস্থিত ছিলেন বলে জানা গেছে।  ভাতার বিধানসভা এলাকা টি শাসক দলের দুই শিবিরের মতবিরোধের পাশাপাশি সিপিএম - বিজেপি যথেষ্ট শক্তিশালী রয়েছে। সীমান্তবর্তী মঙ্গলকোট, আউশগ্রাম বিধানসভা এলাকায় যেখানে বিরোধী দলগুলি দেওয়াল লিখন, মিটিং মিছিল নুন্যতম করতে পারেনি। সেখানে ভাতারের মুরাতিপুর, বামশোর, কালুত্তক প্রভৃতি এলাকাগুলি কাস্তে হাতুড়ি তারায় ভরে গেছে। আবার আমারুণ, সাহেবগঞ্জ এলাকায় পদ্মফুলে ছয়লাপ। এই কেন্দ্রে জাঁদরেল বিরোধী প্রার্থী হিসাবে রয়েছেন সুন্দর সিং আলুওয়ালিয়া। যিনি ভারতীয় সাংসদ রাজনীতিতে প্রবীণ। তাই তৃনমূল এই কেন্দ্রে প্রচারপর্ব তে খামতি রাখতে চাইছেনা। তারই বার্তা হিসাবে আজকের মন্ত্রী অরুপ বিশ্বাসের রোড শো বলে অভিমত জেলা রাজনৈতিক মহলে৷                                         

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER