শনিবার, মার্চ ৩১, ২০১৮

পুলিশের প্রকাশ্যে তোলাবাজি

মোল্লা জসিমউদ্দিন

পুলিশ রাস্তায় তোলাবাজি চালাবে না, এ কি কখনও হয়।তবে পুলিশের একাংশের এহেন ভূমিকায় ক্ষোভ বাড়ছে গোটা মুর্শিদাবাদ জেলাজুড়ে।বীরভূম - বর্ধমান লাগোয়া সালার এলাকায় এভাবেই চলছে বালির গাড়ীত উপর তোলাবাজি।

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ

১/০৫/১৮– নদীয়া, উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পু:  বর্ধমান, প: বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পু: মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর

৩/০৫/১৮– মুর্শিদাবাদ, বীরভূম

৫/০৫/১৮– কুচবিহার, আলিপুর, জলপাইগুড়ি, উ: দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা

গণনা– ৮/০৫/১৮

ভাতারে প্রথম পক্ষের স্ত্রী কে খুন, ধৃত স্বামী সহ দ্বিতীয় স্ত্রী


শ্যামল রায় বর্ধমান

শনিবার ভাতারে প্রথম পক্ষের স্ত্রী কে খুন করে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অমৃত বধুর নাম টুকটুকি মন্ডল বয়স 30 বাড়ি ভাতার থানার অন্তর্গত নরজা গ্রামে।
পুলিশ স্বামী শাশুড়ী ও দ্বিতীয় পক্ষের স্ত্রীকে গ্রেপ্তার করেছে। ধৃত স্বামীর নাম মানিক মন্ডল শ্বাশুড়ীর নাম ভগবতী দেবী ও দ্বিতীয় স্ত্রীর নাম চম্পা মন্ডল ।ভাতার থানার পুলিশ জানিয়েছে আরো তদন্ত শুরু শুরু হয়েছে কি কারণে ঐ বধুকে খুন করে পুড়িয়ে মারা হলো।
জানা গিয়েছে যে শনিবার সকালে স্বামীর সাথে তার প্রথম পক্ষের স্ত্রী টুকটুকি মন্ডল এর সাথে চরম অশান্তি বাদে। অভিযোগ যে অশান্তির জেরে স্বামী মানিক মন্ডল তাকে খুন করে এবং পরে আগুন ধরিয়ে পুড়িয়ে মারে বলে অভিযোগ।
এই ঘটনায় স্বামী মানিক মন্ডল শাশুড়ি ও দ্বিতীয় পক্ষের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ আরো জানিয়েছে এই ধরনের খুনের ঘটনার পেছনে কী কারণ আছে খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

কোচবিহারে মিনি ইন্ডোর স্টেডিয়াম চালু

শিখা ধর

কোচবিহারে রাশিডাঙ্গাতে একটি মিজি ইন্ডোর স্টেডিয়াম উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।ছিলেন বিধায়ক মিহির গোস্বামী।

কোচবিহারে একটি মহাবিদ্যালয়ে উত্তরবঙ্গ মন্ত্রী

শিখা ধর

কোচবিহারের দাওয়ানহাট মহাবিদ্যালয়ে একটি কেন্দ্রীয় প্রকল্প চালু করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রণ রবীন্দ্রনাথ ঘোষ।

সেহারাবাজার দারুল উলুম খতমে ৪১ জন মাওলানা হলো

সেহারাবাজার দারুল  উলুম এর খতমে বুখারী অনুষ্ঠানে দশ হাজার মানুষ উপস্থিত ছিলেন ।উত্তর প্রদেশের মুফতি সাব্বির সাহেব অনুষ্ঠানের প্রধান অতিথি রূপে অংশ গ্রহন করেন  ।এছাড়া স্থানীয় অনেক বক্তারা উপস্থিত ছিলেন ।সব বক্তারা সম্প্রীতির বার্তা দেন ।এখানে 41 জন ছাত্র হাফেজ মাওলানা হয়ে তাদের ডিগ্রি অর্জন করেন ।পড়ার শেষে তাদেরকে পাগড়ি পাড়িয়ে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় ।

চুরি বাড়ছে নৈহাটি শিয়ালদহ রেলরুটে


শ্যামল রায় নৈহাটি

নৈহাটি শিয়ালদা রেল পথে প্রতিদিন চুরি ছিনতাই বাড়ছে বলে অভিযোগ যাত্রীদের।
 অভিযোগের পর অভিযোগ যে এই রেলপথে মহিলাদের অলংকার চুরি ও ছিনতাই যেমন হচ্ছে তেমনি বাড়ছে মোবাইল চুরির ঘটনা।
গত দুদিন আগে সাংবাদিক শ্যামল রায়ের পকেট থেকে একটি দামী মোবাইল চুরি হয়ে যায় নৈহাটি রেল স্টেশনে। নৈহাটি রেল স্টেশন থেকে ব্যান্ডেল গামী ট্রেন ধরতে গিয়ে মোবাইলটি চুরি করে নাই দুষ্কৃতীরা। নৈহাটি জিআরপির কাছে মোবাইল চুরির ঘটনা লিপিবদ্ধ করা এবং ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে মোবাইলটি উদ্ধার করার কথা বলে জানা গেল যে প্রতিদিন পাঁচ থেকে ছয়টি মোবাইল চুরির ঘটনা ঘটছে রেলস্টেশনে। পুলিশ আধিকারিক রাজকুমার মল তার সহকর্মীদের নির্দেশ দেন যে প্রতিদিন এই ভাবে চুরির ঘটনা ঘটলে বিষয়টি দেখবার জন্য নির্দেশ জারি করেন কিন্তু কে শোনে কার কথা? জানা গেল যে আজ পর্যন্ত কোন মোবাইল উদ্ধার করতে পারেনি নৈহাটি রেল স্টেশনের জিআরপি। প্রকাশ্য দিবালোকে নৈহাটি স্টেশনে চুরি ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিত্যযাত্রীরা আতঙ্কিত আশঙ্কায় ভুগছেন বলে জানালেন যাত্রীসাধারণ। যাত্রীদের অভিযোগ যে দুষ্কৃতীরা কোথায়  যায় কোথায় কিভাবে চুরি করছেন এই ইনফর্মেশন কি থাকে না পুলিশের কাছে তাহলে এতটা বাড়ছে কেন? কখনো মহিলাদের গলার হার কানের সোনার অলংকার চুরি হচ্ছে প্রতিদিন। অন্যদিকে পকেট থেকে বাজে কোন ব্যাংক থেকে নামি দামি মোবাইল চুরি করে নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। একি কিনারা আদৌ হবে না। কয়েক মাস আগে শিয়ালদা রেল স্টেশন থেকে প্রায় আড়াই লক্ষ টাকার সোনার অলংকার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বগুলা কৈখালি বাজার এর বাসিন্দা ঝুমা ভদ্র বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে শিয়ালদা থেকে গেদে লাইনে ট্রেন ধরবে বলে অপেক্ষা করছিলেন তিনি। তখনি চুরি যায়।

পূর্বস্থলীতে ঢালাই রাস্তা উদ্বোধনে মন্ত্রী স্বপন দেবনাথ

শ্যামল রায়

শনিবার পঞ্চায়েত ভোটকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের অধীন দুটি নতুন ঢালাই রাস্তা উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিমল দিলীপ মল্লিক স্থানীয় প্রধান ও পঞ্চায়েত সদস্যরা।নতুন রাস্তার উদ্বোধনকালে রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ জানিয়েছেন যে উন্নয়নের নিরিখে মানুষের একমাত্র ভরসা তৃণমূল কংগ্রেসের সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ উন্নয়ন নিয়ে কোনোরকম গড়িমসি।নয় তাই নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়নের কাজ শেষ করার কথা তিনি বারবার বলে আসছেন তাই আমরা এই নতুন দুটি রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে পেরে ভাল লাগছে। এদিন বকপুর গ্রাম পঞ্চায়েতের  জাকর থেকে বকুলতলা  ও বর্ধমান নাদন ঘাট রোড এ বৈধর পর্যন্ত  ঢালাই রাস্তার উদ্বোধন হলো। জানা গিয়েছে দুটি ঢালাই রাস্তা তৈরি করতে ব্যয় হয়েছে বাহাততর লক্ষ টাকা।আরও জানা গিয়েছে যে আগামীকাল প্রায় দু'কোটি টাকার নতুন রাস্তার শিলান্যাস করবেন মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির নজরুল মঞ্চে এই অনুষ্ঠানটি হবে।
ব্লকের সাতটি গ্রাম পন্ডিত এর মধ্যে চারটি গ্রাম পঞ্চায়েতের বহু দিনের পড়ে থাকা পুরনো রাস্তা নতুন রাস্তা তৈরির কাজ শুরু হবে শীঘ্রই।
ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের অধীন অনেকগুলো ঢালাই রাস্তা তৈরি করতে ব্যয় হবে প্রায় 2 কোটি টাকা।এছাড়াও পূর্ব বর্ধমান জেলা জুড়ে সাড়ে সাত কোটি টাকার টেন্ডার থেকে কাজ শুরু করল জেলা পরিষদ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER