মঙ্গলবার, নভেম্বর ২১, ২০১৭

দুস্থ পড়ুয়াদের পাশে দাঁড়াতে চায় উত্তরপ্রদেশের এক সংস্থা

রাজকুমার দাস

কলকাতা প্রেস ক্লাবে উত্তরপ্রদেশের লখনৌ শহরের এক সংস্থা সাংবাদিকসম্মেলনে জানান - তারা সম্প্রীতির বন্ধনে যে সকল দুঃস্থ ছাত্র ছাত্রী পশ্চিমবাংলা তে আর্থিক দুর্বলতার জন্য শিক্ষার আঙিনায় পিছিয়ে পড়ছে তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে।স্কলারশিপ দিয়ে টাকা দিয়ে সাহায্য করবে।সংস্থার সম্পাদক মৌলানা আলী হোসাইন কুয়ামমি র পাশাপাশি কলকাতা শাখার সম্পাদক কৈশোর রাজা, ও নাসিম আহমেদ, জাভেদ হুসাইন প্রমুখ সদস্য সচিব উপস্থিত ছিলেন।উচ্চ শিক্ষায় মেধাবী দুঃস্থ স্টুডেন্ট

রা যোগাযোগ করতে পারেন -237/31-a,Banjari tola,nakhas,lucknow(u.p) e-mail -imamiaeducationaltrust@gmail.com

posted from Bloggeroid

মেমারিতে রেশনসামগ্রী নিয়ে এলাকায় ক্ষোভ


সেখ সামসুদ্দিন

মেমারি থানার গ্রাম দেবীপুর ধামাস মোড় হাটতলার রেশন ডিলার সনাতন হাজরা শপ নং - 26 (139504800038)। মঙ্গলবার সকালে গ্রাহকদের অত্যন্ত নিন্নমানের চাল দিতে থাকলে রেশন গ্রাহকরা প্রতিবাদ জানালে সনাতন হাজরা ও তার ভাই নিতাই হাজরা হুমকির সুরে বলেন -" নিলে নাও, যা এসেছে তাই নিতে হবে।" পরে গ্রাহকরা দেবীপুর অঞ্চল তৃণমূল সভাপতি পার্থ সিদ্ধান্তের কাছে গিয়ে অভিযোগ জানালে উনি রেশন দোকানে গিয়ে দেখেন বহু পুরানো ড্যাম্প ধরা চাল, সঙ্গে ধুলো মাটি মিশ্রিত নোংরা চাল। পার্থবাবু ডিলারকে চাল দেওয়া বন্ধ করতে বলেন। মেমারি ১ ব্লক সভাপতি তথা মেমারি ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মধুসূদন ভট্টাচার্যকে বিষয়টি জানান এবং খাদ্য দপ্তরের আধিকারিককে ঘটনাস্থলে এসে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান । পার্থবাবু আরও জানান ১২ নং সংসদ সদস্যার স্বামী সেখ কবীর আলি

আগের সপ্তাহে রেশন তুলতে না পারায় এই সপ্তাহে রেশন তুলতে গেলে তাকে রেশনসামগ্রী দেওয়া হয় নি, ফেরত পাঠানো হয়েছে। এই সব দুর্নীতির প্রতিকার চাই।

posted from Bloggeroid


মৃত শ্রমিকদের পরিবারগুলিকে ক্ষতিপূরণের চেক দিলেন পরিবহণমন্ত্রী


মঙ্গলবার HPL মৃত শ্রমিকদের স্ত্রী দের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দিলেন পরিবহনমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।দ্রুত ক্ষতিপূরণ পাওয়ায় খুশি শ্রমিকমহলে।

তথ্য প্রতাপ চট্টপাধ্যায়

posted from Bloggeroid

খাতড়ায় মহাকাশ নিয়ে সেমিনার


শুভেন্দু তন্তুবায়

খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে কলকাতার বান্ধব শিয়ালদা নামের একটি সংস্থার পক্ষ থেকে মহাকাশ বিষয়ে বিভিন্ন ধারণা দিতে একটি সেমিনার অনুষ্ঠিত হল খাতড়ায় ।মঙ্গলবার খাতড়ার বেশ কয়েকটি স্কুলের শতাধিক পড়ুয়া এই

সেমিনারে অংশ নেয় ।খাতড়া মহকুমাশাসক তনয়দেব সরকার বলেন -এই সেমিনারের দ্বারা পড়ুয়ারা মহাকাশ বিষয়ে বিভিন্ন বিষয় জানতে পারবে। এছাড়া, আগামী দিনে মহাকাশ গবেষণা বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে তাদের আগ্রহ বাড়বে ।

posted from Bloggeroid

হীরাপুর পুলিশের খুনের মামলায় সাফল্য

মঙ্গলবার আসানসোল পুলিশ কমিশনারেট এর অন্তর্গত হীরাপুর থানার পুলিশ বার্ণপুরে ব্যবসায়ী খুনের মামলায় বিশেষ সাফল্য পেল।বেশ কিছু অস্ত্রশস্ত্রের পাশাপাশি নগদ প্রায় ৫ লক্ষ টাকা উদ্ধার করলো মূল অভিযুক্তকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করে।সেইসাথে একজন গ্রেপ্তারও হয়েছে।

posted from Bloggeroid

বাড়ীতে শৌচালায় না থাকলে মেয়ের বিবাহ না দেওয়ার নিদান পঞ্চায়েতমন্ত্রীর

মানস দাস,মালদা

"যে বাড়িতে শৌচাগার নেই, সে বাড়িতে মেয়ের বিয়ে দেবেন না। " মালদাকে 'নির্মল জেলা' হিসাবে ঘোষণা করে এমন পরামর্শই দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মঙ্গলবার মালদার

গাজোলে নির্মল উৎসবের মঞ্চ থেকে রাজ্যবাসীর প্রতি এই আবেদন রাখেন তিনি। রাজ্যকে নির্মল করার লক্ষ্যে ইতিমধ্যেই 92 শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে বলে দাবি করেন মন্ত্রী । যে কটি জেলা এখনও নির্মল ঘোষণা হয়নি, আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই সেগুলি নির্মল ঘোষণা হবে বলে জানান সুব্রতবাবু । মালদা জেলাকে নির্মল ঘোষণার লক্ষ্যে মঙ্গলবার গাজোলে সরকারী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, জেলা পুলিশসুপার অর্নব ঘোষ, জেলাপরিষদের সভাধিপতি সরলা মূর্মূ, গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাস, গায়ক সৌমিত্র রায় ও জেলা প্রশাসনের আধিকারিকরা। সকাল এগারোটা নাগাদ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পঞ্চায়েত মন্ত্রী । এরপর তিনি তার বক্তব্যে নির্মলতার লক্ষ্য পূরণে মহিলাদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের কথা তুলে ধরেন । নাবালিকাদের বিয়ে রুখতে যেভাবে রাজ্যের কন্যাশ্রীরা উদ্যোগ নিয়েছে, ঠিক সেভাবেই ঘরে ঘরে শৌচাগার তৈরির উদ্যোগ রাজ্যের মহিলাদেরই নিতে হবে বলে জানান তিনি। মালদাকে দ্রুত নির্মলতার লক্ষ্যে পৌঁছে দেওয়ার প্রশাসনিক উদ্যোগের প্রশংসা করেন তিনি।

posted from Bloggeroid

মেজিয়া থানার মাদক বিরোধী প্রচার


সাধন মন্ডল

মঙ্গলবার সকালে বাঁকুড়া জেলার মেজিয়া থানার পুলিশ কর্মীরা বিভিন্ন সড়ক মোড়ে মাদক বিরোধী প্রচার চালান।মূলত পোস্তচাষ করা যাবেনা বিষয়ক হ্যান্ডবিল বিলি করা হয়।

posted from Bloggeroid

মেমারিতে গাছ কাটা নিয়ে উত্তেজনা, দুর্নীতির অভিযোগ


সেখ সামসুদ্দিন

মেমারি ১ ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের আমোদপুর গ্রামে পিএইচই অফিসের মধ্যে থাকা প্রায় ৩০ বছরের পুরানো শ্বেত শিমুল গাছ সরকারী অনুমতি ছাড়া কাটার জন্য এলাকায়

চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্রামবাসীরা অভিযোগ জানান - পঞ্চায়েত
প্রধান মঙ্গল মুরমু, মোবারকপুর সংসদ সদস্য হরেকৃষ্ণ বৈরাগ্য ও আমোদপুর গ্রাম সংসদ সদস্য তড়িত ব্যানার্জী চক্রান্ত করে বনদপ্তর বা বিভাগীয় দপ্তরের অনুমতি ছাড়ায় গাছ বিক্রি করে আত্মসাত করতে চেয়েছিল। গ্রামবাসীরা সরকারী অনুমতিপত্র দেখতে চাওয়ায় দেখাতে না পারায় গাছের গুঁড়ি তুলতে দেয়নি। গ্রামবাসীরা দাবী করেছেন বৈধ কাগজপত্র দেখিয়ে গাছের গুঁড়ি তুলতে দেওয়া হবে, কোন হুমকির কাছে মাথা নোয়াবে না।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER