শুক্রবার, ডিসেম্বর ২০, ২০১৯

কাটোয়ায় প্রতিবেশী খুনে যাবৎজীবন জেল

মোল্লা জসিমউদ্দিন  


বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ কাটোয়া মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সন্দীপ চৌধুরীর এজলাসে এক খুনের মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তির যাবৎজীবন কারাগারের রায়দান ঘটে। ৩০২ এবং ৩২৮ ধারায় ১৭ জন সাক্ষ্যির সাক্ষ্যদানে এই মামলাটির রায়দান ঘটে বলে জানান সরকার পক্ষের আইনজীবী তাপস কুমার মুখোপাধ্যায়। আসামি দীপঙ্কর ঘোষের আইনজীবী অবশ্য এই রায়ের বিরুদ্ধে তিনমাসের মধ্যে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। এদিন বিচারক তাঁর রায়ে যাবৎজীবনের পাশাপাশি ১০ হাজারের আর্থিক জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ২০০৫ সালে ৬ ডিসেম্বর রাতে  কাটোয়ার ছোট কুলগাছি গ্রামে পরাণ ঘোষ এক প্রতিবেশী তথা কাটোয়া কলেজের কর্মচারী দীপঙ্কর ঘোষ এর হাতে ধারালো অস্ত্রে খুন হন। নিহতের স্ত্রী ঘটনার পরের দিন কাটোয়া থানায় লিখিত অভিযোগ করেন।  বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ কাটোয়া মহকুমা আদালতে অতিরিক্ত।জেলা।ও দায়রা বিচারক সন্দীপ চৌধুরী আসামি দীপঙ্কর ঘোষের যাবৎজীবন জেল এবং দশ হাজারের আর্থিক জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছরের সশ্রম কারাদণ্ড রায়দান দেন। আজ অর্থাৎ শুক্রবার একই এজলাসে আরও একটি খুনের মামলায় রায়দান ঘটতে পারে বলে আদালত সুত্রে প্রকাশ।                                                                                        

অবশেষে ক্যাব পরবর্তী হিংস্বার রিপোর্ট দাখিল কলকাতা হাইকোর্টে

মোল্লা জসিমউদ্দিন  

চলতি সপ্তাহে কেন্দ্রীয় এক প্রতিমন্ত্রী যেখানে রেলের সম্পত্তির নষ্ট রুখতে হামলাকারীদের গুলি চালাবার হুশিয়ারী দিয়েছিলেন। বিজেপির এক সর্বভারতীয় নেতা এই রাজ্যে রাস্ট্রপ্রতি শাসন জারীর মত পরিস্থিতি হয়েছে বলে দাবি রাখেন। বাংলার এক বিজেপির সাংসদ আবার অশালীনতা ছাড়িয়ে পুলিশের গুলিতে 'নিরোধ' লাগানো আছে ক্যাব পরবর্তী হিংস্বা রুখতে বলে তির্যক অভিযোগ আনেন। ঠিক এইরকম পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে ক্যাব পরবর্তী হিংস্বা নিয়ে রিপোর্ট পেশ করা হল। এই রিপোর্ট পেশের নির্দেশিকা টি গত সোমবার দুপুরে মামলা দায়ের করার দিনেই জারি করা হয়েছিল। বুধবার নির্ধারিত সময়ে তা হলফনামা আকারে জমা রাখার কথা ছিল। তবে প্রবীণ আইনজীবী গীতানাথ গাঙ্গুলির মৃত্যুতে বুধবার কলকাতা হাইকোর্টে শুনানি হয়নি। বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, যেভাবে কেন্দ্রীয় সরকারের একাংশ জনপ্রতিনিধিরা 'বাংলা জ্বলছে' বলে রে রে করে গোটা দেশ তুলকালাম করছেন। তার বাস্তবিক প্রতিফলন সেভাবে নেই কলকাতা হাইকোর্টের পেশ করা রাজ্যের রিপোর্টে । যদিও মামলাকারীরা রাজ্যের রিপোর্ট কে 'টেবিল রিপোর্ট' বলে কটাক্ষ করেছেন।রাজ্যের পক্ষে এদিন যে রিপোর্ট টি পেশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ১৩ ডিসেম্বর এর পর থেকে গোটা রাজ্যের ৭১৫ টি রেলওয়ে স্টেশনের মধ্যে মাত্র ৫ থেকে ৬ টি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। শতকরা দশিভাগও ক্ষতিগ্রস্ত হয়নি তাতে। ক্যাবের হিংস্বা নিয়ে ৬৪ টি মামলা দাখিল হয়েছে, যেখানে ৯৩১জন গ্রেপ্তার হয়েছেন। ক্যাবের হিংস্বায় রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে ৮ টি মামলা দাখিল হয়েছে। বেশিরভাগই বিজেপির নেতা কর্মীদের দায়ের করা এইসব মামলা। উল্লেখ্য, গত সপ্তাহে বাংলার বিভিন্ন প্রান্তে বিশেষত মুর্শিদাবাদ, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতার একাংশে ক্যাব বিরোধী আন্দ্রোলনকারীদের হাতে একের পর এক হিংস্বাত্মক ঘটনা ঘটে। এইসব আন্দ্রোলনকারীদের নিদিষ্ট কোন সংগঠন কিংবা রাজনৈতিক দলের পতাকা সেসময় ছিলনা বলে প্রকাশ। ইতিমধ্যেই ৩৮ টি সরকারি বাস ভাঙচুর হয়েছে। এর মধ্যে ১৪ টি সরকারি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। অনুরুপভাবে ৬০ টির মত বেসরকারি বাস ভাঙচুর হয়েছে। দক্ষিণপূর্ব এবং পূর্ব রেলের প্রায় ১০০ কোটি সম্পত্তি নষ্ট হয়েছে ক্যাব আন্দ্রোলন ঘিরে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং হাওড়ার উলুবেড়িয়া স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। ঠিক এইরকম পরিস্থিতিতে,গত সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এক বিজেপি কর্মী সুরজিত সাহার পক্ষে আইনজীবী সুরজিত রায় চৌধুরী দ্রুত শুনানির আর্জি নিয়ে এক জনস্বার্থ মামলা দাখিল করেন।পিটিশনের শুনানি গ্রহণ করে সেদিন বেলা  দুটো নাগাদ মামলাকারী এবং সরকার পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব চলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলাকারীর দাবি - "পশ্চিমবাংলা সরকারের  লোগো ব্যবহার করে রাজ্যের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় আইন মানবেন না বলে বিজ্ঞাপন চালাছেন, তা অসাংবিধানিক। কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছেন। তাও বেআইনী।মুখ্যমন্ত্রীর এই কেন্দ্র বিরোধী অবস্থানের জন্যই রাজ্যজুড়ে হিংস্বাত্মক ঘটনাগুলি ঘটছে"। গত সোমবার এই মামলার শুনানি শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের আইনজীবী কে বুধবারের মধ্যেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট তলব করেছিল। এখনও অবধি কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাও জানতে চাওয়া হয়েছিল এই নির্দেশে। বুধবার কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশনের প্রবীণ সদস্য আইনজীবী গীতানাথ গাঙ্গুলির প্রয়াণের জন্য শুনানি মুলতবি ছিল। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলায় শুনানি চলে। সেখানে রাজ্যের তরফে ক্যাব নিয়ে হিংসাত্মক ঘটনা বলতে ৭১৫ টি রেলওয়ে স্টেশনের মধ্যে ৫ থেকে ৬ টি স্টেশন ক্ষতির কথা স্বীকার করা হয়েছে। ১৩ ডিসেম্বরের পর থেকে ৯৩১ জন গ্রেফতার হয়েছে। ৬৪ টি মামলা রুজু করা হয়েছে।                                                                                                                                                              


এনআরসি নিয়ে অশান্তির প্ররোচনা রুখতে তৎপর মঙ্গলকোট ওসি

মোল্লা জসিমউদ্দিন  
 
; এনআরসি এবং ক্যাব আইন ঘিরে সারা বাংলায় যখন অশান্তির বাতাবরণ বইছে। যেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পর্যন্ত রাজ্যের কাছে আইনশৃঙ্খলার রিপোর্ট তলব করে নেয় । ঠিক এইরকম পরিস্থিতিতে 'এমএসডিপি' ব্লক পরিচিত পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে উদ্যোগী হলেন স্বয়ং ওসি।এখনও তাঁর মঙ্গলকোটে ওসি পদে দায়িত্ব নেওয়া একমাস হয়নি। তার মধ্যেই তিনি এলাকার সমস্ত মসজিদ - মাদ্রাসার কর্মকর্তাদের পাশাপাশি পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে শান্তি বৈঠক সারেন। চলতি সপ্তাহে এই বৈঠকে শতাধিক ইমাম - মোয়েজ্জেন এবং পঞ্চাশের কাছাকাছি জনপ্রতিনিধি আসেন এই সভায়।সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এনআরসি এবং ক্যাব নিয়ে যাতে এলাকায় অশান্তি না ঘটে সেই ব্যাপারে সবার সহযোগিতা চান নবাগত মঙ্গলকোট ওসি মিঠুন ঘোষ। সর্বভারতীয় এক সংখ্যালঘু সংগঠনের ব্লক সম্পাদক হাফেজ সাবির আলি বলেন - "ওসি সাহেবের বিনয়ী আবেদনে আমরা সাড়া দিয়েছি, কোথাও হিংস্বাত্মক প্ররোচনায় পা দিতে বারণ করেছি কর্মী সমর্থক সর্বপরি সাধারণ মানুষদের কে" । মঙ্গলকোট কে অশান্ত করতে বরাবরই তৎপর এক শ্রেণির কুমতলবি।মঙ্গলকোটের  সদর শহর নুতনহাটে এক পুজো কমিটির বিসর্জন ঘিরে তুমুল উত্তেজনা ঘটেছিল একসময়। এমনকি বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছিলেন বিসর্জন ঘিরে  । আবার বর্ধমান শহরে খাগড়াগড় বিস্ফোরণে যোগসুত্র পাওয়া গিয়েছিল মঙ্গলকোটের শিমুলিয়ার। হাতেগোনা কিছু মানুষদের সামনে রেখে  বিভেদ সৃষ্টি করার প্রয়াস নেওয়া হলেও বারবার তা নিস্তেজ হয়েছে মঙ্গলকোটের বুকে। এখনও পল্লিবাংলায় হিন্দু বাড়িতে নবান খেতে যায় প্রতিবেশী মুসলিমরা। আবার মঙ্গলকোটে প্রায় মসজিদে সন্ধেবেলায় ইমাম সাহেবদের কাছে 'ইশ্বরের করুণা' পেতে মাদুলিতাবিজ নিতে আসেন হিন্দু মানুষরা।একে অপরের প্রতি   বিশ্বাস আরও বাড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাঁধন কে আরও মজবুত করতে উদ্যোগী হলেন ওসি মিঠুন ঘোষ মহাশয়। মঙ্গলকোটের ইতিহাস বলছে - এই মঙ্গলকোটেই মুঘল সম্রাট শাহজাহানের শিক্ষা ও দীক্ষাগুরু আব্দুল দানেশখান্দ হামিদ ( হামিদ বাঙ্গালী) সম্প্রীতির অটুট নিদর্শন রেখেছেন  সুদুর পারস্য থেকে পায়ে হেঁটে এসেও । আবার "মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান " কবিতার সৃষ্টিকর্তা বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের মামারবাড়ি এই মঙ্গলকোট। এহেন মঙ্গলকোটে এনআরসি  নিয়ে যাতে  কোন বিভ্রান্তি না হয় সেজন্য এইধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ওসি মিঠুন ঘোষ মহাশয়।                                                                                                                              

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER