রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৯

আমারুণে ২ নং পঞ্চায়েত এলাকায় বিধায়কের বস্ত্রবিলি

আমিরুল  ইসলাম ,

আমারুন দু'নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্রদান ও কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান।

জাতির জনক মহাত্মা গান্ধীর 150 তম ও ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 তম জন্মদিন উপলক্ষে ভাতার ব্লকের আমারুন 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান ও দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে খেরুর গ্রামের
শিবতলাই। প্রায় 10 বছর ধরে হয়ে আসছে এই অনুষ্ঠান।এখানে শতাধিক মানুষকে বস্ত্র দান করা হবে পাশাপাশি বেশকিছু ছাত্র-ছাত্রীদেরকে সম্মান জানানো হবে।

এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল, আমারুন2 নম্বর অঞ্চলের প্রধান অজয় সিং, উপপ্রধান সেখ সাহানাজ আলী,বর্ধমান 1 নম্বর  ব্লকের শিক্ষা কর্মদক্ষ  কৃষ্ণেন্দু গোস্বামী, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের  কার্যকারী সভাপতি বাসুদেব যশ, আমারও নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা পাপাই পাসারি সহ বিশিষ্ট ব্যক্তি জন।

এলাকার মানুষ খুশী নতুন বস্ত্র পেয়ে।
ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল জানান,আমারুন 2 নম্বর অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্রদান অনুষ্ঠান হচ্ছে। পাশাপাশি কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান জানানো হচ্ছে।বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময়ই কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন সাধারণ মানুষের পাশে থাকার। তাই আমারুন দু'নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ খুবই ভালো উদ্যোগ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER