শুক্রবার, এপ্রিল ২৪, ২০২০

বিদ্যালয়ের আলু - চাল বিলি নিয়ে উত্তেজনা ভাতারে

আমিরুল ইসলাম
  
 প্রাথমিক বিদ্যালয় চাল ও আলু ঠিক সময়ে না দেওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ভাতার বিধানসভার তেঁতরাল গ্রামে।


পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার অন্তর্গত খেতিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে তেঁতরাল প্রাথমিক বিদ্যালয় সঠিক সময়ে চাল ও আলু না দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
অভিযোগের তির  স্কুলের প্রধান শিক্ষক বিমলকুমার মালিকের দিকে।কারণ তিনি গত বেশ কয়েকদিন ধরে বিদ্যালয় আসেননি।

 অবশেষে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সহযোগিতায় ওই প্রাথমিক বিদ্যালয় চাল দেয়া হলো আজ, খুশি এলাকার মানুষ।

জানা যায় রাজ্য সরকার দ্বিতীয় দফায় প্রাথমিক বিদ্যালয় গুলিকে চাল দেওয়ার নির্দেশ দেন এ মাসের ২০ তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত।
কিন্তু ভাতার বিধানসভার সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চাল বিতরণ শেষ হয়ে যায় গতকাল অর্থাৎ 23 তারিখে। কেবলমাত্র তেঁতরাল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে  চাল দেওয়া হয়নি।
অভিযোগ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার মালিক গত এক সপ্তাহ ধরে বিদ্যালয় আসেননি এবং ওনার ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না ।অবশেষে এলাকার মানুষজন গ্রাম পঞ্চায়েতের প্রধান শুকতারা বেগমকে বিষয়টি জানান ।
গ্রাম পঞ্চায়েতের প্রধান শুকতারা বেগমের সহযোগিতায় ওই বিদ্যালয়ে আজ চাল বিতরণ হল।
পাশাপাশি ওই চাল বিতরনে সহযোগিতা করেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা।

আজকের এই চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান শুকতারা বেগম, তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সৌমেন হাটি, প্রহ্লাদ দাস ,আব্দুল নঈম, অসিত কুমার পাঠক।

গ্রাম পঞ্চায়েতের প্রধান শুকতারা বেগম জানান আমার কাছে বারবার অভিযোগ করছিল গ্রামের অভিবাবকরা। আমি খোঁজ খবর নিয়ে দেখি স্কুলে সঠিক সময়ে চাল আসেনি।স্কুলে চালাসে 22 তারিখে। এরপর আমি প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি উনি ফোন ধরেননি ।তাই আমি আমার এলাকার মানুষজনদের নিয়ে আজ চাল বিতরণ করলাম এলাকার মানুষ খুশি।

অপরদিকে স্কুল পরিদর্শক  সৌমেন মন্ডল জানান আমার কাছে অভিযোগ আসে তেঁতরাল স্কুলে চাল দেয়া হয়নি ।আমি খোঁজ নিয়ে দেখি প্রধান শিক্ষক স্কুলেই আসেননি। ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তার উত্তর পাইনি। তাই অবশেষে আজকে চাল বিতরণ হয়েছে প্রধানের  সহযোগিতায় সরকারি নিয়ম মেনেই।
অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমলকুমার মালিক এর সঙ্গে যোগাযোগ করা যায়নি কারণ ফোনের সুইচ অফ ছিল।
সব মিলিয়ে দেরিতে চাল পেলেও প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা। 

সর্বভারতীয় মিডিয়ার সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগদায়ের কাঁকসায়

সেখ নিজাম আলম
  

জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে অসংবিধানিক ভাষায় অপমানিত করার জন্য , রিপাব্লিক টিভি এবং সাংবাদিক অর্নব গোস্বামীর বিরুদ্ধে, আজ কাঁকসা ব্লক কংগ্রেস ও মানকর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কাঁকসা থানা ও বুদবুদ থানায়  একটি অভিযোগ দায়ের করা হয়। কংগ্রেস  নেতা এআইসিসি সদস্য ও পশ্চিম বর্ধমানের প্রাক্তন জেলা সভাপতি মাননীয় দেবেশ চক্রবর্তীর নির্দেশে এবং মানকরের কংগ্রেস নেতা জয় গোপাল দে তার অঞ্চলকে নিয়ে কাকসা ব্লক কংগ্রেসে ও মানকর  কংগ্রেসের পক্ষ থেকে এই লক ডাউনে দূরত্ব বজায় রেখে এই অভিযোগ পত্র দায়ের করা হয়। দাবী থাকে সোনীয়া গান্ধীকে অপমান করার জন্য যেন এই সাংবাদিকের উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করা হয়।

নিউ ব্যারাকপুর স্টেশনে গতিহীন লকডাউন

জ্যোতিপ্রকাশ মুখার্জি

  
       বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।নাজেহাল অবস্থা ইউরোপ ও আমেরিকার মত উন্নত মহাদেশগুলোর।নির্দিষ্ট ভ্যাকসিনের অভাব থাকলেও প্রচলিত চিকিৎসায় সুস্থ হচ্ছে বহু মানুষ। বিশেষজ্ঞদের মতে এই মারণ রোগ প্রতিহত করার একমাত্র উপায় কঠোরভাবে সামাজিক দূরত্বের অনুশাসন পালন করা।
      কয়েকটি নির্দিষ্ট এলাকায় আবদ্ধ থাকলেও  গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। একাধিক জেলাকে 'রেড জোন' হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হাত জোড় করে এমনকি রাস্তায় নেমে লকডাউন পালন করতে, সামাজিক দূরত্ব মেনে চলতে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য  অনুরোধ করছেন।
       কিন্তু মুখ্যমন্ত্রী এবং বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে স্টেশন সংলগ্ন নিউ-ব্যারারপুরের এক শ্রেণির বাসিন্দা প্রতিদিন বিকেলে স্টেশনের সাত নম্বর রেল গেটের কাছে রেল লাইনের উপর আড্ডা মারছে। নুন্যতম দূরত্বও তারা বজায় রাখছেনা। তাদের এই অবাঞ্ছিত  আড্ডা দেখে স্হানীয় বাসিন্দারা আতঙ্কিত। 
      এলাকাবাসীদের বক্তব্য - এই কয়েকজনের জন্য বাকিরা যাতে বিপদে না পড়ে তার জন্য পুলিশ প্রশাসন দ্রুত কঠোর ব্যবস্থা নিক। স্হানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে না পারার জন্য তাদের বক্তব্য জানা যায়নি।

করোনা মোকাবিলায় চন্ডীমন্ডপ ক্লাবের অনুদান

প্রতাপ চট্টোপাধ্যায়
 

চণ্ডীমণ্ডপ ক্লাব এর  পক্ষ থেকে  ২৩ শে এপ্রিল মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দশ হাজার টাকা (১০০০০/- ) প্রদান  করা হলো।  ব্লক ডেভেলপমেন্ট অফিসার (আউশগ্রাম -১)এর হাতে এই চেক তুলে দিলেন  ক্লাবের সদস্যরা।

ক্যান্সার ও ডাইলোসিস রোগীদের আর্থিক সাহায্য হরিপাল বিধায়কের

সুভাষ মজুমদার
  

আজ হরিপালের বিধায়ক  বেচারাম  মান্না নালীকুল এলাকায় ২টি পঞ্চায়েতর  সাধারণ দুঃস্থ ২০০০ পরিবারের হাতে চাল ও ডাল তুলে দেওয়ার পাশাপাশি ৩টি দুঃস্থ ক্যান্সার ও ডাইলোসিস আক্রান্ত পরিবারের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দিলেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER