মঙ্গলবার, মে ২৮, ২০১৯

বিদ্রোহীকবি স্মৃতি ধন্য মঙ্গলকোটে সরকারি অবহেলা অব্যাহত




মোল্লা জসিমউদ্দিন,

  কাজি নজরুল ইসলাম কোন এক ধর্মের কবি নয়, নয় কোন রাজনৈতিক দলের। তিনি সবার। তিনি সাম্যের গান গেয়েছেন, বিদ্রোহের তুফান তুলেছেন। কখনো ইসলাম ধর্মের আধ্যাত্মিকতা প্রকাশ পেয়েছে। আবার কখনও বা শ্যামামার অসাধারণ গান লিখেছেন। হ্যা কাঁজি নজরুল ইসলাম শুধু এপার বাংলা, ওপার বাংলার নয়। তিনি সমগ্র বাঙালির কাছে এক মাইলফলক। আজ তাঁর জন্মদিন। অথচ তাঁর একদা শৈশবভূমি মঙ্গলকোটে বরাবরই উপেক্ষিত তিনি। বাম আমলের মত তৃনমূল জামানায় অনাদারে কাটে তাঁর জন্মজয়ন্তী। হাতে গোনা কয়েকটি ক্লাব, সংগঠন সকালবেলায় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক আর ধুপধুনো দেওয়া ছাড়া আর কিছু চোখে পড়েনা। কবির স্কুল অর্থাৎ মাথরুণ নবীনচন্দ্র শিক্ষা নিকেতনে অবশ্য প্রতিবারেই সাধ্যমতো অনুস্টান করতে দেখা যায়। উল্লেখ্য, আসানসোলের চুরুলিয়ায় বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম এর জন্ম হলেও পরে চলে আসেন মঙ্গলকোটের কুলসোনা গ্রামে মামার বাড়ীতে। সেখান থেকে মাথরুণ নবীনচন্দ্র শিক্ষা নিকেতনে তিনি ক্লাস ফোরে ভর্তি হন। স্কুলের রেজিস্টার বুকে তাঁর নাম আছে দুখু মিয়া নামে। প্রসঙ্গত এই স্কুলে তৎকালীন প্রধানশিক্ষক  ছিলেন পল্লিকবি কুমুদ রঞ্জন মল্লিক মহাশয়। দুখু মিয়ার কয়েকটি স্বরচিত ছড়া দেখে মুগ্ধ হয়েছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। বিদ্রোহী কবির শৈশবের  বছর দুই থেকে তিন সময়কাল কেটেছে  এই মঙ্গলকোটে। এলাকার সাহিত্যানুরাগীদের আক্ষেপ, বাম জমানায় মঙ্গলকোট ব্লক অফিসে খোলা আকাশের নিচে এক আবক্ষ্য মূর্তি বসানো ছাড়া কিছুই হয়নি মঙ্গলকোটে। সেখানে কুনুর নদীর উপর সেতু নামকরণ হয়েছে পল্লিকবি কুমুদ রঞ্জন মল্লিকের নামে। আবার অজয় নদের উপর সেতুর নামকরণ হয়েছে বৈষ্ণব কবি লোচন দাসের নামে।  অথচ মঙ্গলকোট ব্লক টি কেন্দ্রীয় সরকারের এমএসডিপি ব্লক হিসাবে ঘোষিত হয়েছে। অর্থাৎ সরকারি কাজ করার ব্যাপক জায়গা রয়েছে।  অতি সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফলাফল পরবর্তী প্রথম সাংবাদিক সম্মেলনে তৃনমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবেভাবে বুঝিয়ে দেন যে তিনি মুসলিমদের পাশে ছিলেন এবং থাকবেন। এছাড়া এত উন্নয়ন করেও কোন দাম না পাওয়ায় তিনি আক্ষেপও করেন। প্রশ্ন উঠে, প্রায় নয় বছর যেখানে রাজ্যের শাসন ক্ষমতায় তৃনমূল রয়েছে। সেখানে বিশ্বখ্যাত বিদ্রোহী কবি কে নিয়ে কেন কোন উদ্যোগ নেওয়া হলনা মঙ্গলকোটে?  তাহলে উন্নয়ন গুলি কি শুধু খাতাকলমেই?  সর্বপরি মমতা বন্দ্যোপাধ্যায়  নিজেকে এত মুসলিম দরদী দেখাচ্ছেন অথচ সংখ্যালঘু ব্লক মঙ্গলকোটের গর্ব কাজি নজরুল ইসলাম এত ব্রাত্য কেন? কোন কিছু উদ্যোগ নেওয়া হয়নি মঙ্গলকোটের বুকে। অপরদিকে  সাম্যের কবি, বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী পালিত হল ভাতারে। মুসলিম    রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের মূর্তিতে  মাল্যদান,  হাসপাতালে রোগীদের ফলদান  সহ কবির জীবন চর্চায় পথসভার মাধ্যমে ১১ই জ্যৈষ্ঠ দিনটিকে মহাসমারোহে পালিত করা হলো।রবিবার ভাতার বাজারে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য সভাপতি ইনামুল হকের উপস্থিতিতে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সদস্যরা ভাতার  বাজারে নাসিগ্রাম মোড়ে নজরুলের  মূর্তিতে  মাল্যদান করেন।  এরপর কামারপাড়া মোড়ে এক পথসভার মাধ্যমে কবির জীবনী সকলের কাছে তুলে ধরা হয়। এরপর  ভাতার চিত্তরঞ্জন গ্রামীণ হাসপাতালের  সকল রোগীকে ফলদান করা হয়। মুসলিম  মঞ্চের রাজ্য সভাপতি ইনামুল হক জানিয়েছেন-  বিদ্রোহী কবি কে তার জন্মদিনে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। তার জীবন সংগ্রামের ইতিহাসকে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়াই আমাদের লক্ষ্য।এছাড়া ভাতারের বেশকিছু ক্লাব নজরুল জয়ন্তী পালন করে থাকে।      

                                                                                                        

লোকসভায় গেরুয়া ঝড়ে হাওড়া কান্ডে আইনজীবীরা আশার আলো দেখছেন


মোল্লা জসিমউদ্দিন, 

সারাদেশে মোদীঝড় নতুন মাত্রা এনে দিয়েছে। সেইসাথে বাংলার রাজনীতিতে 'বিরোধী শুন্য ' রাজনৈতিক পরিকাঠামো কে ভেঙে খান খান করে দিয়েছে৷ গত ২৪ এপ্রিল হাওড়া জেলা আদালতে গাড়ী রাখা নিয়ে যে গন্ডগোলের  সুত্রপাত ঘটেছিল। সেই গন্ডগোলের রেশ সারারাজ্যে একমাস কর্মবিরতির মাধ্যমে কাটিয়ে ছিলেন আইনজীবিরা। ইতিমধ্যেই গত ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সম্মাদার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চ হাওয়া কান্ড নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারী করে থাকে। প্রথমত, রাজ্যের যেকোনো আদালতে পুলিশ যখন তখন  ঢুকতে পারবেনা। এক্ষেত্রে মহকুমা আদালতে এসিজেম, জেলা আদালতে জেলাজাজ এবং হাইকোর্টে রেজিস্ট্রার জেনারেল এর অনুমতিক্রমে আদালতে প্রবেশ করতে পারবে। দ্বিতীয়ত, হাওড়া পুলিশ কমিশনার সহ সাতজন পুলিশ অফিসার ক্লোজ থাকবেন আগামী ২৬ শে আগস্ট পর্যন্ত। এঁরা হাওড়া পুলিশে কোন কাজ করতে পারবেনা। সেইসাথে গত ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল ১১ টি এফআইআর কপিতে পুলিশ কোন হস্তক্ষেপ করতে পারবেনা। তৃতীয়ত তথা গুরত্বপূর্ণ নির্দেশ টি হল, অবসারপ্রাপ্ত বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তের নেতৃত্বে এক বিচার বিভাগীয় কমিশন গড়া। এইবিধ কলকাতা হাইকোর্টের রায়দান ঘটলেও গত ২২ মে হাইকোর্টের কোনায় কোনায় আইনজীবিদের মধ্যে আলোচনা চলছিল - লোকসভা নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে আক্রান্ত আইনজীবীদের সুবিচার পাবার ভবিষ্যৎ।কেন এই লোকসভার ফলাফলের প্রসঙ্গ আইনজীবীদের সুবিচার পাইয়ে দেওয়ার বিষয়ে?  ঘটনার দিন এবং ঘটনার পরে রাজ্যসরকারের সন্দেহজনক অবস্থানই  আক্রান্ত আইনজীবীদের বেশি বেশি সন্দিহান করে তুলেছে।ঘটনাপ্রবাহ গুলি একটু পর্য্যালোচনা করলেই  তা বোঝা যাবে। গত ২৪ এপ্রিল সকাল দশটায় হাওড়া জেলা আদালতে যখন পুলিশ দলবল নিয়ে ঢুকলো। তখন অর্থাৎ বেলা পৌনে এগারোটা নাগাদ হাওড়া সিজেএম সদর থানার ওসি কে বিষয় টি সম্পকে অবগত হওয়ার জন্য এজলাসে দেখা করতে বললে, হাওড়া সদর থানার ওসি তা এড়িয়ে যান। আবার এগারোটা পনেরো মিনিটে ডিস্ট্রিক্ট জাজ পুলিশ কমিশনার কে তলব করলেও পুলিশের সেই একই নীরব অবস্থান দেখা যায়। অথচ বিকেলে হাওড়ার এক প্রভাবশালী নেতার আদালত সফরে এদের কে ডাইনে বাঁয়ে দেখা যায়। ২৯ এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে স্বতঃস্ফূর্ত মামলা রুজু হওয়ার পর ১০ মে এর মধ্যে সব পক্ষ কে  হলফনামা  জমা দেওয়ার নির্দেশ দেওয়া ছিল।এখানেও আত্মপক্ষ সমর্থনের জন্য কোন হলফনামা জমা দেয়নি পুলিশ। আদালতের প্রতি ক্রমাগত অবহেলার পেছনে পুলিশ কেন এত বেপরোয়া ছিল?  এইবিধ নানান প্রশ্নচিহ্ন হাইকোর্টের প্রতিটি অলিন্দে আলোচিত হয়। তাহলে রাজ্য প্রশাসনের কি নীরব সম্মতি ছিল। কলকাতা হাইকোর্ট যখন অভিযুক্ত পুলিশ অফিসার দের পেছনে রাজ্যের কি অভিমত জানতে চেয়েছিল। সেখানেও হাইকোর্ট কে কোন সুস্পষ্ট অভিমত দেয়নি রাজ্য। উল্লেখ্য মার্চ মাসের তৃতীয় সপ্তাহে নবান্ন তে হঠাৎ ই মুখ্যমন্ত্রী সদ্য নির্বাচিত বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর প্রতিনিধিদের বৈঠকে ডাকেন। সেখানে লোকসভা নির্বাচনে প্রচারে সক্রিয় হওয়ার বার্তা দেন। ঘটনা গুলি পর্য্যালোচনা করলে বোঝা যাচ্ছে রাজ্য সরকার প্রথম থেকেই অদ্ভুতভাবে নীরব। তাও রাজ্য প্রশাসনের প্রধান কার্যালয় নবান্ন থেকে মাত্র তিন কিমি দূরে থাকা হাওড়া জেলা আদালতে টানা ন ঘন্টা তান্ডবলীলা চালালো পুলিশ? এইরূপ নানান তথ্য, যুক্তি আইনজীবীদের মধ্যে আলোচনায় উঠে এসেছে। লোকসভা নির্বাচনে ফলাফলে তৃণমূল খুব ভালো ফল করলে হাওড়া কান্ড ধামাচাপা পড়ে যেত বলে  আইনজীবীরা মনে করছেন। যেভাবে সারাদেশের পাশাপাশি এই রাজ্যে জোড়া ফুল কে পদ্মফুল নজরকাড়া ফলাফল এনেছে। তাতে হাওড়া কান্ডে আক্রান্ত আইনজীবীরা সুবিচারের দাবিতে অনেকটাই এগিয়ে গেলেন তা বলা যায়।                                                                                                                                                                                                                                                                                             

অবসরপ্রাপ্ত বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তের কমিটি দেখবে হাওড়া কান্ডে আইনজীবীদের উপর পুলিশি সন্ত্রাস ঘটনা গুলি



মোল্লা জসিমউদ্দিন, 

বুধবার বিকেল সারে চারটেয় কলকাতা হাইকোর্টের চারতলায় ২৩ নং এজলাসে বিচারপতি বিশ্বনাথ সম্মাদার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চে হাওড়া কান্ডে রায়দান দেওয়া হয়। এই রায়দানে অনেকগুলি নির্দেশিকা জারী করা হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষে৷ প্রথমত, অবসারপ্রাপ্ত বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তের নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্তাদেশ দেওয়া হয়েছে। একজন সদস্য বিশিষ্ট এই কমিটির হাতে শাস্তিদানের ক্ষমতাও তুলে দেওয়া হয়েছে। সেইসাথে হাওড়া পুলিশকমিশনার সহ চার আইপিএসের পাশাপাশি তিনজন ইনস্পেকটর পদমর্যাদার সর্বমোট সাতজন পুলিশ অফিসারদের ক্লোজ করা হয়েছে। যারা হাওড়া পুলিশ কমিশনারেটের মধ্যে কোন কাজ করতে পারবেনা। শুধু তাই নয় এই ক্লোজ নির্দেশিকা আগামী ২৬ শে আগস্ট অবধি বহাল থাকছে। উল্লেখ্য এই মামলায় পরবর্তী শুনানির তারিখ এটি৷ গত ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ১১ টি এফআইআর সহ কলকাতা হাইকোর্টে পেশ হওয়া হলফনামা গুলি পর্য্যালোচনা করবে এই বিচার বিভাগীয় কমিটি। সেদিনে হাওড়া সদর থানার পুলিশ, পুরসভা, কমিশনারেটের কি ভূমিকা ছিল তা সব ক্ষতিয়ে দেখবেন অবসারপ্রাপ্ত বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সম্মাদার এর ডিভিশন বেঞ্চ সবথেকে গুরত্বপূর্ণ নির্দেশ দেয় যে, রাজ্যের যেকোনো আদালতে পুলিশ বিচারকদের বিনা অনুমতিতে ঢুকতে পারবেনা৷ মহকুমা আদালতে এসিজেম, জেলা আদালতে জেলাজাজ, কলকাতায় সিটি সেশন জাজের অনুমতি নিয়েই পুলিশ ঢুকতে পারবেন। এদিন কলকাতা হাইকোর্টের আদেশনামাজারির সময় বারবার বিচারপতিরা গত ২৪ এপ্রিল হাওড়া জেলা আদালতে পুলিশের অনুপ্রবেশ নিয়ে বর্বরোচিত আক্রমণ বলে ব্যক্ত করেন৷ এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সম্মাদার এর ডিভিশন বেঞ্চে রায় শুনতে বেলা তিনটে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীরা জড়ো হন। অপরদিকে জানা গেছে,  বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর চেয়ারম্যান অশোক দেব কে গতকাল মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রীর তরফে ২৪ শে মে এর পর বিষয় টি নিয়ে হস্তক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। এদিন কলকাতা হাইকোর্টের রায়দান পরবর্তী এক সাক্ষাতকারে আক্রান্ত হাওড়া জেলা আদালতে বার এসোসিয়েশনের পক্ষে জানানো হয় যে, "বার কাউন্সিল কোন রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করবেনা এটা আশা করি " । উল্লেখ্য বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর সিংহভাগ প্রতিনিধিই শাসকদলের আইনজীবী হিসাবে পরিচিত। গত ২৪ এপ্রিল থেকে ২৪ মে অবধি অর্থাৎ পুরো একমাস সময়কালের কর্মবিরতিতে অনেক আইনজীবীই প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তোলা আইনজীবীদের দাবি - হাওড়া কান্ডে দ্রুত পদক্ষেপ নিতে পারতো বার কাউন্সিল। তা না করে দফায় দফায় কর্মবিরতি বাড়িয়ে মহকুমা এবং জেলাস্তরের আইনজীবীদের রুজিরোজগারে ক্ষতি এনেছে। যদিও বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর পক্ষে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। সেইসাথে আক্রান্ত আইনজীবীদের সুবিচার পাইয়ে দিতে শেষ অবধি পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।                                                                                                                                                                                                               

       

মঙ্গলকোটে রাজনৈতিক সন্ত্রাস থামে না


মোল্লা জসিমউদ্দিন,

চলতি লোকসভার চতুর্থ দফার নির্বাচন ইতিমধ্যেই হয়েছে। ভোটপর্ব দুসপ্তাহ কেটে গেলেও হিংসা একফোঁটাও কমেনি। হাতেগোনা কয়েকটি ঘটনা প্রকাশ্যে এলেও চাপা সন্ত্রাস চলছে মঙ্গলকোটের বুকে। অনেকেই পুলিশের কাছে পৌঁছাতে পারছেনা বলে অভিযোগ।  যারা পৌছাছে থানার দোরগোড়ায়, তাদের গুরতর অভিযোগপত্র আবার কম গুরত্বে মামলা রুজু করা হচ্ছে। আবার পাল্টা মামলায় অভিযোগকারীর দলবলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হচ্ছে জব্ধ করার জন্য।     গত ২৯ এপ্রিল বোলপুর লোকসভার অধীনে মঙ্গলকোট বিধানসভা এলাকায় ভোটপর্ব মিটেছিল। কোথাও ভোটকর্মীদের সাথে সেটিংস  ফিটিংস করে ইভিএমে আতর দেওয়ার অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে   । আবার কোথাও স্বনির্ভর গ্রুপের মহিলাদের খাবার পরিবেশনের মধ্য দিয়ে মহিলা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। এইরূপ নানান অভিযোগের মাঝে দুটি ঘটনায় তপ্ত হয়েছিল মঙ্গলকোটের বড় অংশ। একটি হল, ভোটের দিন চাণক এলাকায় বিজেপির বুথ এজেন্ট সহ চারজন কে সশস্ত্র হুমকি ও সেইসাথে মারধর চালানো হয়েছিল তৃনমূল আশ্রিত দুস্কৃতিদের তরফে। এই ঘটনায় হাজার হাজার আদিবাসী সংগঠিত হয়ে দফায় দফায় পথ অবরোধ চালায়। থানার মেজবাবুর মৌখিক প্রতিশ্রুতিতেও অবরোধকারীরা শান্ত হয়নি। অবশেষে লিখিত অভিযোগপত্রে থানার ওসির সাক্ষর আদিবাসীদের রণং দেহী অবস্থান কে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। তবে আদিবাসীরা তো অত আইন কানুন বোঝেনা। ভোটের দিন হামলার মূল চক্রীদের গ্রেপ্তারের দাবি তোলা হলেও মামলায় দেখা যায় জামিন যোগ্য ধারা দেওয়া হয়েছে। দ্বিতীয় ঘটনাটি হল, সদর মঙ্গলকোটের পুরাতনহাটে বিজেপির পোলিং এজেন্ট হয়েছিল শান্ত ঘোষ। সে দীর্ঘদিন ধরে বিজেপির স্থানীয় নেতা রয়েছে।ভোটের দিন, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা   এই বুথে তৃণমূলের সশস্ত্র বাইক বাহিনীর ব্যাপক দৌরাত্ম দেখা যায়। ভোটপর্ব মেটার সাথেসাথেই পেশায় দুগ্ধ ব্যবসায়ীর গরু - ছাগল তুলে নিয়ে যাওয়া হয়। যাতে আর্থিক পরিকাঠামো ভেঙে পড়ে। এই ঘটনায় অভিযোগ জানানো হলেও অজ্ঞাত কারণে পুলিশ সক্রিয় নয় বলে অভিযোগ। যদিও পুলিশের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। মলকোটের কামালপুরে ভোটের আগের দিন বাইশ টি পরিবার কে ভোট না দেওয়ার ফতোয়া দেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। অনুব্রত মন্ডলের খাস তালুক হিসাবে পরিচিত এই মঙ্গলকোট। যেখানে গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীশুন্য ফলাফল এলেও শাসকদলের অন্দরে বিবাদ প্রকাশ্যে আসে। মূলত এই কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের তিনটি দপ্তরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে অনুব্রতের লড়াই জমে উঠেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল, যেখানে সিদ্দিকুল্লাহ তাঁর সরকারি নিরাপত্তারক্ষী / গাড়ি ছেড়ে দিয়েছিলেন ক্ষোভে। অভিযোগ, স্থানীয় থানার ওসি কে নিয়ে একের পর এক মিথ্যা মামলায় তাও গাঁজা পাচারের মত নুন্যতম  দুবছর জামিন না পাওয়ার মামলায় একের পর এক বিধায়ক অনুগামীদের ফাসিয়েছিলেন অনুব্রত অনুগামী নেতারা। ঠিক এইরকম পেক্ষাপটে পঞ্চায়েত ভোটের মতনই লোকসভাতেও সেই চাপা সন্ত্রাস চলছে মঙ্গলকোটের বুকে।                                                                                                                                                                            

বুধবার, মে ২২, ২০১৯

হাওড়া আদালত কান্ডে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট



মোল্লা জসিমউদ্দিন, 

ঘটনা ১,  গত ২৪ এপ্রিল হাওড়া জেলা আদালতে গাড়ী রাখা নিয়ে আইনজীবীদের উপর পুলিশি হামলার সময় অর্থাৎ বেলা দশটার পর পৌনে এগারোটা নাগাদ হাওড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাওড়া সদর থানার ওসি কে অবগত করান ঘটনার বিষয়ে। ঘটনা ২,  সেইদিনেই বেলা এগারো টা পনেরো মিনিটে ডিস্ট্রিক্ট জাজ হাওড়া পুলিশ কমিশনার কে তলব করেন। দুটি ঘটনাতেই হাওড়ার সদর থানার ওসি এবং পুলিশ কমিশনার কোন সক্রিয়তা দেখাননি। অথচ শাসকদলের এক প্রভাবশালী নেতার হাওড়া আদালত সফরে ঘটনার দিন বিকেলে আদালত চত্বরে ডাইনে বাঁয়ে ঘুরেন তাঁরা। ঘটনা ৩,  গত ১০ ই মে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সম্মাদার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চে পাঁচ পুলিশ অফিসার কে তাঁদের কে আত্মপক্ষ সমর্থনের জন্য হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এক্ষেত্রেও আদালতের নির্দেশ কে উপেক্ষা করেছে পুলিশ। উল্টে রাজ্যের পক্ষে এডভোকেট জেনারেল কিশোর দত্ত নির্বাচনী আচরণবিধি চালুতে রাজ্যসরকার কোন পদক্ষেপে সক্ষম নয়, এই বার্তা দিতে গেলে কলকাতা হাইকোর্ট চরম ভাবে রাজ্যের এহেন অবস্থান কে কড়া সমালোচনা করে থাকে। গত ২০ এপ্রিল অর্থাৎ সোমবার এই মামলার শেষ শুনানির দিনে সব পক্ষের বক্তব্য শুনার পর কলকাতা হাইকোর্ট পরিস্কারভাবে জানিয়ে দেয়,  নির্বাচনী বিধি দোহাই দিয়ে অভিযুক্ত পুলিশ অফিসারদের আড়াল করার কোন চেস্টা সফল হবেনা। রাজ্যসরকার বিভাগীয় তদন্ত কিংবা ঘটনা সম্পকে তাদের অভিমত জানাতে পারতো। এর পরে যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যের পদক্ষেপ নিয়ে কোন প্রশ্নচিহ্ন তুলতো, তখন নির্বাচন কমিশন কে নির্দেশ দিতে পারতো কলকাতা হাইকোর্ট। শুনানির শেষদিনেও 'বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল' এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে৷ এই সংগঠন কে কার্যকরী ভুমিকা নেওয়ার কথাও বলা হয় কলকাতা হাইকোর্টের তরফে৷ মঙ্গলবার দুপুরে কলকাতা সিটি সিভিল কোর্টের ষষ্ঠতলায় বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসে বৈঠক চলে। কর্মসমিতির বৈঠকে আগামী ২৪ তারিখ পর্যন্ত পুনরায় সারারাজ্যে আইনজীবীদের কর্মবিরতি চলবার নির্দেশিকা জারী করা হয়৷ উল্লেখ্য 'বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ' এর ভুমিকায় ক্ষুব্ধ জেলার বিভিন্ন আদালতের বার এসোসিয়েশন। গত সোমবার কলকাতা সিটি সিভিল কোর্টের মূল গেটে বিক্ষোভ কর্মসূচিতে বার এসোসিয়েশন এর পদাধিকারীদের সরব হতে দেখা যায়। কোথাও বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল কে মেরুদণ্ড সোজা রাখার দাবি তোলা হয়। আবার কোথাও বা শাসকদলের দলদাস বৃত্তি থেকে মুক্ত থাকার স্লোগান তোলা হয়। এমনকি কলকাতা হাইকোর্টের এডভোকেট জেনারেল সহ জেলার সদর এবং মহকুমা আদালতে সরকারি আইনজীবীদের গনইস্তফা দেওয়ার দাবি তোলা হয়। উল্লেখ্য হাওড়া জেলা আদালতে সিংহভাগ সরকারি আইনজীবী রাজ্যজুড়ে কর্মবিরতির প্রথম পয্যায়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন।  ইতিমধ্যেই তিনটি পয্যায়ে কর্মবিরতি ২৭ দিন অতিক্রান্ত করেছে। এবং চতুর্থ দফায়  আরও ৩ দিন বাড়ানো হয়েছে। ঘটনাক্রমে ২৪ মে থেকে ৯ জুন অবধি টানা ১৫ দিন কলকাতা হাইকোর্ট সহ দেওয়ানী আদালতগুলিতে গরমের ছুটি পড়ছে। ঠিক এইরকম পেক্ষাপটে আজ অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সম্মাদার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চ হাওড়া কান্ডে রায়দান করতে চলেছে৷ ঘটনার দিন (২৪ এপ্রিল)  হাওড়া সিজেএম সাহেবের ফোনে হাওড়া সদর থানার ওসি কোন ব্যবস্থাগ্রহণ না করা, তারপর জেলাজাজের ফোনে হাওড়া পুলিশ কমিশনার গুরত্ব না দেওয়া। সর্বপরি কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সম্মাদার এর ডিভিশন বেঞ্চে গত ১০ এপ্রিল আত্মপক্ষ সমর্থনের জন্য হলফনামাজমা দেওয়ার সুযোগ দিলেও তা প্রত্যাখ্যান করা বিষয়গুলি একপ্রকার আদালত অবমাননার সামিল। এমনকি অভিযুক্ত পুলিশ অফিসার দের প্রতি রাজ্যের অভিমত অস্বচ্ছ রাখার ঘটনাগুলি পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থাগ্রহণের সুত্র হিসাবে উঠে আসছে। যেসব তথ্য রাজ্য সরকার পেশ করেছে সেগুলিও পরস্পর বিরোধী বলে শুনানিতে উঠে এসেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলিশ কেন এত বেপরোয়া এবং আদালতের প্রতি অবজ্ঞাসূচক বার্তা দিচ্ছে?  তাহলে কি রাজ্যের প্রশাসনিক তরফে গুরত্ব না দেওয়ার নির্দেশ মিলেছে!  রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন থেকে মাত্র তিন কিমি দূরে থাকা হাওড়া জেলা আদালতে সকাল পৌনে দশটা থেকে রাত সাতটা পর্যন্ত টানা ন ঘন্টা তান্ডবলীলা চালালোর জন্য কি সুপরিকল্পিত কোন ষড়যন্ত্র ছিল?  কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতিরা পুলিশ নিয়ে তির্যক মন্তব্যও ছুড়েছেন যে সেদিন কি জঙ্গিদের তাড়া করতে হাওড়া জেলা আদালতে অভিযান চালিয়েছিল..                                                                                                                                                                                                                                                                                                                       

কর্মবিরতি নিয়ে ক্ষোভ আইনজীবীদের অন্দরে


মোল্লা জসিমউদ্দিন, 

গত সোমবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল কলকাতার সিটি সিভিল কোর্টের মূল গেটে। এজন্য সারা রাজ্যের প্রতিটি মহকুমা এবং জেলা আদালতের বার এসোসিয়েশনের পক্ষে গড়পিছু দশজন করে আইনজীবী প্রতিনিধিত্ব স্বরুপ এসেছিলেন। এছাড়াও ব্যাংকশাল - শিয়ালদহ - আলিপুর - সিটি সেশন এবং সিটি সিভিল কোর্টের আইনজীবীরাও ছিলেন। শ খানেক বিভিন্ন জেলার  আইনজীবীরা ' বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল' এর মঞ্চে আন্দ্রোলন চালালেও বারবার ভেসে উঠে 'আইনজীবী গন ঐক্য' জিন্দাবাদের স্লোগান। বারবার বিভিন্ন বার এসোসিয়েশনের পদাধিকারীদের গলায় উঠে আসে - 'বার কাউন্সিল' কে দলদাস হতে দেব না, কিংবা  'বার কাউন্সিল'  এর  মেরুদণ্ড সোজা রাখতে হবে। প্রসঙ্গত প্রতিটি জেলার বার এসোসিয়েশন এর প্রতিনিধি হিসাবে বার কাউন্সিল এর সদস্য নির্বাচিত হয়। তাই বিক্ষোভ মঞ্চে বার কাউন্সিল এর পদাধিকারীরা থাকলেও কেউ উচ্চবাক্য করেননি জেলার আইনজীবীদের প্রতিবাদী রুপে। সভায় আগত আইনজীবীদের একাংশ দাবি করেন - এতদিন কর্মবিরতি চালিয়ে যাওয়া ঠিক হয়নি, তাদের পেশাগত আয়ে ব্যাপক প্রভাব পড়েছে এবং পড়ছে। আবার আইনজীবিদের অপর অংশ মনে করছেন যে,  আদালতের ভেতরে অনুপ্রবেশকারী পুলিশ যেভাবে তান্ডবলীলা চালিয়েছে, তাতে অভিযুক্ত পুলিশঅফিসারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করতে হবে। মহকুমাস্তরে আদালতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যেখানে অনেক সেখানে কলকাতা হাইকোর্ট অবশ্যই ব্যবস্থা নেবে বলে তাঁরা আশাবাদী। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর অবস্থান নিয়েও একদল আইনজীবী ক্ষুব্ধ। যদিও বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর এক বর্ষীয়ান আইনজীবী জানিয়েছেন - হাওড়া আদালত কান্ড নিয়ে চার থেকে পাঁচবার বৈঠক চলেছে কলকাতা হাইকোর্টে। তবে কোন সমাধান সুত্র বের হয়নি। এছাড়া রাজ্যের আইনমন্ত্রীর কাছে দুবার যাওয়া হয়েছে বিষয়টি নিয়ে।তিনি আশ্বাসও দিয়েছেন নাকি। এদিন সিটি সিভিল কোর্টের মূল গেটে আইনজীবীদের ধর্নামঞ্চে বারবার স্লোগান উঠে - 'আমরা আইনজীবী, আমাদের রাজনৈতিক পরিচয় নেই, তাই কোনরকম রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করবো না '। সোমবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলার পর কয়েকশো আইনজীবী প্রতিবাদ মিছিলে পা মেলান। অপরদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সম্মাদার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চে এদিনও শুনানি হয়। সব পক্ষের হলফনামা জমা পড়ার পর আগামী বুধবার অর্থাৎ ২২ মে রায়দান দেওয়া হবে বলে কলকাতা হাইকোর্ট সুত্রে  জানা গেছে।     আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর ঘোষিত কর্মবিরতি শেষ হচ্ছে। তাই পুনরায় কর্মবিরতি বাড়ার প্রবণতা দেখা দিয়ে৷ টানা ২৭ দিন কর্মবিরতি চলার পর আর কতদিন বাড়ে তার দিকে মুখিয়ে গোটা রাজ্য। এখনও অবধি রাজ্য সরকারের পক্ষে কোন হস্তক্ষেপ করা হয়নি হাওড়া কান্ডে। যদিও জানা গেছে, সমস্ত পুলিশকর্মী এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আওতায় রয়েছে,  ব্যবস্থাগ্রহণ সম্ভবকর হয়নি। তবে যাইহোক টানা কর্মবিরতি নিয়ে আইনজীবীদের মধ্যে তীব্র মতবিরোধ উঠে আসছে। তা আজকের কলকাতার সিটি সিভিল কোর্টের মূল গেটে বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন বক্তার বক্তব্যে ফুটে উঠলো। কর্মবিরতি নিয়ে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান সদস্য আনসার মন্ডল বলেন - "আদালতে অচলাবস্থা কাটুক সেটা আমরাও চাইছি তবে সেটা হাওড়া কান্ডে আক্রান্ত আইনজীবীদের সুবিচার পাইয়ে দিয়ে "।                                                                                                                                                                                                              

    

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER