জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,
রান্নার সিলিন্ডার বাস্ট করে তিন তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল পশ্চিম মঙ্গলকোটের চাণক অঞ্চলের বালিডাঙা গ্রামে। স্হানীয় সূত্রে জানা যাচ্ছে - গতকাল বিকেল চারটে নাগাদ বালিডাঙার বাসিন্দা সুপ্রিয়া সরকার গ্যাস জ্বালিয়ে চা করার প্রস্তুতি নেয়। গ্যাস ওভেনে চায়ের জল চাপিয়ে পাশের রুম থেকে চিনি নিতে আসে। পরে রান্নাঘরে এসে দেখে দাউদাউ করে আগুন জ্বলছে।ঘর থেকে চিৎকার করতে করতে সে ছুটে বেরিয়ে আসে। সিলিন্ডার বাস্ট করার জন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একই উঠোনের তিনটে বাড়িতে আগুন লেগে যায়। সেখানে আরও একটি সিলিন্ডার বাস্ট করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের লোকজন ছুটে আসে। দ্রুত ১০ টি পাম্প মেশিন দিয়ে পাশের পুকুর - ডোবা থেকে জল তুলে তারা আগুন নেভায়। কিন্তু আগুনের লেলিহান শিখায় তিনটে বাড়ির টাকা পয়সা , সোনা, কাপড়, খাদ্য সামগ্রী, বই- খাতা সব পুড়ে ছাই হয়ে গেছে ।রাতে প্রতিবেশীদের বাড়িতে রাত কাটাতে হয়েছে ।এমনকি তারা খাবার দিয়েছে বলে খেতে পেয়েছে।
ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শিখা বিশ্বাসের পরীক্ষা শুক্রবার থেকে ।তার সমস্ত বই-খাতা পুড়ে ছাই হয়ে গেছে। তার চিন্তা কিভাবে পড়াশোনা করবে। একই চিন্তা দশম শ্রেণীর ছাত্রী সঞ্জনা বিশ্বাসের। তারও বই খাতা পুড়ে ছাই হয়ে গেছে ।অন্যদিকে বাড়ির অভিভাবক সুনীল বিশ্বাস, সূর্য সরকারদের চিন্তা কিভাবে ছেলে মেয়েদের মুখে দুমুঠো খাবার তুলে দেবে।
এদিকে সিলিন্ডার বাস্টের খবর পেয়ে দুর্ঘটনা স্হলে ছুটে যায় চাণক অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রমজান সেখ। সে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।