মোল্লা জসিমউদ্দিন,
চতুর্থ দফা লোকসভা নির্বাচনে যে আটটি আসনে ভোটপর্ব মিটেছে। তার মধ্যে বোলপুর লোকসভার অধীনে মঙ্গলকোট ও আউশগ্রাম বিধানসভা এলাকা রয়েছে। মঙ্গলকোটের তিনশোর কাছাকাছি বুথের মধ্যে দুশোর অধিক বুথে শাসকদল তৃনমূল একতরফাভাবে ভোটপর্ব চালালেও পঞ্চাশের অধিক বুথে অবাধ ও নিরপেক্ষ ভোটদান হয়। এই অবাধ নির্বাচনের বুথগুলির মধ্যে মঙ্গলকোটের চাণক এলাকার প্রায় বুথ অন্যতম । আর এতেই ক্ষিপ্ত অনুব্রত মন্ডলের মঙ্গলকোটের অনুগামীরা। জানা গেছে, ভোটগ্রহণের দিন ২৯ এপ্রিল অর্থাৎ গতকাল চাণকে বিজেপির বুথ এজেন্টগুলির পরিবারের উপর চড়াও হয় শাসকদলের সশস্ত্র বাহিনী। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই রণক্ষেত্রের রুপ নেয় পশ্চিম মঙ্গলকোটের চারটি অঞ্চল এলাকায়৷ হাজার হাজার আদিবাসী নুতনহাট গুসকারা সড়ক রুট অবরোধ করে সশস্ত্র প্রতিবাদ জানায়। ঘটনাস্থলে মঙ্গলকোট থানার মেজ বাবু বিবেক মুদি অভিযুক্তদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলেও ক্ষুব্ধ আদিবাসীরা এখনো অবরোধ চালাচ্ছে বলে প্রকাশ। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবীতে উত্তাল হয়ে উঠল পশ্চিম মঙ্গলকোটের জালপাড়া বাসস্ট্যাণ্ড। স্হানীয় সূত্রে জানা যাচ্ছে গতকাল ভোট চলাকালীন বিজেপির এজেন্টদের পরিবার সহ চারজন বিজেপি সমর্থক রমেশ মু্র্মু, প্রদীপ হাঁসদা , সুখরাম হাঁসদা ও সোম মাড্ডি মোটরবাইকে চড়ে চাণক অঞ্চলের ইরসন্দা গ্রামের মধ্যে দিয়ে আসছিল ।সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ব্যাপক মারধর করে ।খবর পেয়ে আদিবাসীরা তাদের উদ্ধার করতে গেলে দুষ্কৃতীরা তাদের ভয়ে ছেড়ে দেয়।গতকাল পরিস্থিতি শান্ত থাকলেও আজ সকাল ১০ টা থেকেই আদিবাসীরা জালপাড়ায় নতুনহাট-গুসকরা রাস্তা অবরোধ করে। মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলেও অবরোধ ওঠেনি ।স্থানীয় বিজেপি সূত্রে জানা গেছে, ১৬ নং বুথের তাদের এজেন্ট রণজিৎ রাণার মা মাধবী রাণার কে তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি দেয় ।রণজিৎ রাণা বুথ ত্যাগ না করলে তাকে খুন করে দেওয়া হবে ।স্হানীয় বিজেপি নেতা সোম মাড্ডির জানালেন - তৃণমূল আশ্রিত এইসব দুষ্কৃতিদের জন্যই তাদের শান্ত এলাকা বারবার অশান্ত হয়ে উঠছে।স্হানীয় থানার পুলিশ সব জেনেও নীরব থাকছে।আবার মঙ্গলকোট লাগোয়া আউশগ্রামেও গন্ডগোল এর খবর মিলেছে। ভোটের পরের দিনও উত্তপ্ত হলো আউসগ্রাম। ব্যাপক উত্তেজনা আউসগ্রাম এর বিভিন্ন এলাকায় । বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেছে ।আউসগ্রামের ছোড়া তে আজ সকাল থেকেই শুরু হয়েছে তৃনমূল বিজেপি সংর্ঘষ। ব্যাপক উত্তেজনা ছোড়া গ্রামে।রামনগড় পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাংচুর হয়েছে। আক্রান্ত বিজেপির লোকেরা পাল্টা হামলা চালিয়েছে বলে অভিযোগ।পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।পুলিশ সূত্রে খবর,আটক করা হয়েছে ৮ জন কে ঘটনায় জড়িত থাকার অভিযোগে।