শুভদীপ চৌধুরী,আদ্রা- প্রচন্ড গরমের জেরে আদ্রা ইয়ং মার্কেট সংলগ্ন এলাকার মডার্ণ ইলেক্ট্রনিক্সের দোকান মালিক কুলবীর সিংহ ও তার সহকর্মী এবং তার পরিবারের সকলে মিলে রাস্তায় পথচারীদের দাঁড় করিয়ে ঠান্ডা শরবৎ বিতরণ করে ও পথচারীদের পিপাসা মেটাবার উদ্যোগ নেন । কুলবীর বাবু জানান, তারা পথচারীদের এহেন জলপিপাসা মেটাতে পেরে অত্যন্ত খুশি ।