কাটোয়ার জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় ররীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত হল ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ে।কাটোয়া২নংব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,বিশিষ্ট সমাজসেবি গৌতম ঘোষাল।নৃত্য,সঙ্গীত ও আবৃত্তির মধ্য দিয়ে পালিত হল রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী।
গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া।