মোল্লা জসিমউদ্দিন : সতবছর আগে পাহাড়ে শান্তি এনেছিলেন মমতা।এখন সেই পাহাড়ে অশান্তি ডেকে আনলেন সেই মমতায়।সম্প্রতি পাহাড়ে হিংস্বা হানাহানির জন্য দায়ী করলেন মুখ্যমন্ত্রী কে।সোমবার কাটোয়ায় ঝটিকাসফরে এসে এইভাবেই রাজ্যসরকার এবং শাসকদল কে বিঁধলেন বিজেপির প্রাত্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।এদিন কাটোয়ার মুস্থোলী গ্রামে মাঝীপাড়ায় পথু মাঝীর বাড়ীতে দুপুরে আহার সারেন তিনি।এরপরে দাঁইহাটে দলের কর্মীসভায় যোগদান করেন রাহুল সিনহা।সাংবাদিকদের তিনি জানান - সাতবছর আগে পাহাড়ে মোর্চাদের সাথে আতাঁত করে শান্তি এনেছিলেন মমতা।সেইসময় বিমল গুরুঙ মমতা সম্পকে বলেছিলেন মমতা হলো পাহাড়ের মা।এখন সেই মমতাই দলের শ্রীবৃদ্ধির জন পুলিশ কে ব্যবহার করে মোর্চাকে জব্দ করার খেলায় নেমেছেন।পুলিশ দিয়ে হিংস্বা দমন করা যায়না।দরকার উভয় পক্ষে শান্তিপূর্ণ আলোচনা।রাহুল বাবু দলীয় শ্রীবৃদ্ধির নানা বিষয় তুলে ধরেন।