পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও হলদিয়া এই দুটি পৌরসভার নির্বাচন ১৩ আগষ্ট। সোমবার জেলা শাসক রশ্মি কমল এক সাংবাদিক বৈঠকে জানান, ১৭ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। ২৫ জুলাই স্কুটনি ও ২৭ জুলাই মনোনয়ন প্রত্যাহার করার দিন ধার্য্য করা হয়েছে। ভোট ১৩ জুলাই ও ভোট গননা ১৭ জুলাই। পাঁশকুড়া পৌরসভার ১৮ টি ওয়ার্ড রয়েছে ৪৬ টি বুথে ভোট গ্রহন নেওয়া হবে। হলদিয়া পৌরসভার ২৯ টি ওয়ার্ড রয়েছে ১৫১ টি ভোট গ্রহন কেন্দ্রে ভোট নেওয়া হবে। হলদিয়া পৌরসভায় মোট ভোটার রয়েছে ১৩৮৯৭৯ এবং পাঁশকুড়া পৌরসভায় মোট ভোটার ৪১৫৫৯ জন। জেলা শাসক আরো জানান, জেলাতে একশ শতাংশ এপিক কার্ড করা হয়েছে তাই এই ভোটে এপিক কার্ড দেখিয়ে ভোট দিতে হবে। কিছু ক্ষেত্রে হয়তো বিবেচনা করে দেখা যাবে। এছাড়াও বুথ গুলিতে থাকবে পানীয়জলের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা পরিষেবা ও ভোটারদের জন্য শেড তৈরি থাকবে। ভোট কেন্দ্র গুলিতে থাকবে সিসি টিভি ব্যবস্থা সম্ভব না হলে ভিডিও রেকডিং এর ব্যবস্থা। সর্বদল বৈঠক করে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে বলে জানান জেলা শাসক।
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...