রবিবার, জুলাই ১৬, ২০১৭

মঙ্গলকোটে পথের বলি ১

মোল্লা জসিমউদ্দিন :  রবিবার সকালে বর্ধমান শহরে এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল জগবন্ধু পাল(৬৩) নামে এক ব্যক্তি।মৃতের বাড়ী মঙ্গলকোটের বনপাড়া গ্রামে। শনিবার দুপুর মঙ্গলকোটের নুতনহাট নিগন সড়করুটে বনপাড়া মোড়ে এক বেপরোয়া মোটরবাইক পথচলতি জগবন্ধু পাল কে ধাক্কা মেরে পালিয়ে যায়।পরে আহত অবস্থায় তাকে মঙ্গলকোট ব্লকস্বাস্থ্য কেন্দ্রে আনা হয়।অবস্থার অবনতি হলে গতকাল রাতেই নিয়ে যাওয়া হয় বর্ধমান শহরের এক নার্সিংহোমে।রবিবার সকালে মারা যায় সে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER