পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদা সেন্ট্রাল বাস স্টান্ড এ ফিল্ম্মি কায়দায় মহিলা গাঁজা পাচার কারী কে ধরল কোলাঘাট থানার পুলিশ ...পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশ দার মেছেদা সেই মেছেদা বাস স্টান্ড থেকে প্রত্যেক দিন প্রায় 400 বাস যাতায়ত করে উত্তর বঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গার দূর পাল্লা বাস যায় ..সঙ্গে রেল যোগযোগ ..পুলিশ এর কাছে আগে থেকে খবর ছিলো যে এই মেছেদা সেন্ট্রাল বাস স্টান্ডা থেকে কিছু অসাধু বেবশায়ী যাতায়ত ভাল সুযোগ সুবিধে কাজে লাগিয়ে নেশা জাতীয় দ্রব্য আদান প্রদান করছে ...পুলিশ এর কাছে গোপন সূত্রে খবর আসে ট্রেন এ করে এক মহিলা বেগ এ করে গাঁজা নিয়ে আসছে এক বেবশায়ী কে দেওযার জন্য সেই মত বাস স্টান্ড এ সাদা পোশাকে পুলিশ ওত পেতে থাকে ..ওই মহিলা যখন অন্য বেবশায়ী কে গাঁজা টা দিতে যাবে সেই সময় পুলিশ ওই মহিলা আর একজন পুরুষ কে ধরে ফেলে ওই বেগ থেকে প্রায় 2 কেজি বেশি গাঁজা উদ্ধার হয়েছে পুলিশ নেসারুন বিবি ও মুজিবর রহমান নামে দুই গাঁজা পাচার কারি কে গ্রেফতার করেছে ...কোলাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে ..আন্তরাজ্য মাদক পাচার চক্রএর সঙ্গে জড়িত কিনা ...ধৃত মহিলার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার চকলালপুর গ্রামে আর ধৃত পুরুষ এর বাড়ি কোলাঘাট থানার জফুলী গ্রামে