রবিবার, জুলাই ১৬, ২০১৭

কাটোয়ায় প্রতারক গ্রেপ্তার, উঠছে প্রশ্ন

মোল্লা জসিমউদ্দিন: শুক্রবার কাটোয়া মহকুমা আদালতে এসিজেম এজলাসে পেশ করা হয় 'প্রতারণা ' মামলায় ধৃত পরিতোষ ধর কে।বিচারক ধৃত কে জেল হেফাজতের নির্দেশ দেন।গতকাল বিকেলে কাটোয়া শহরে এক চায়ের দোকানের সামনে বেধড়ক মার খাওয়া উত্তর ২৪ পরগনা জেলার বীজনগরের হালিশহর এলাকার এই বাসিন্দা কে স্থানীয় থানার পুলিশ গ্রেপ্তার করে।কাটোয়ার কবিরাজ পাড়ার বাসিন্দা ও পেশায় শিক্ষক সৌম্যদীপ দে অভিযোগপত্রে জানিয়েছেন - পরিতোষ ধর নিজেকে পি.কে. মুখার্জী নামে আইএএস অফিসার পরিচয় দিয়ে চাকরী করে দেওয়ার নাম করে ত্রিশ হাজার টাকা নিয়েছেন। তার শালার চাকরী করে দেবার জন্য টাকা দিয়েও কোন কাজ হয়নি।তাই পেমেন্ট দেবার টোপে কাটোয়ায় প্রতারক কে আনা হলো।অভিযোগকারী শিক্ষকের আরও অভিযোগ - এই প্রতারক তার বৌমা ডাব্লিউবিসিএসের অফিসার এবং পুত্র কার্লিফোনিয়ায় ব্যবসাদার বলে বলতেন।স্থানীয় সুত্রে জানা গেছে  ধৃত পরিতোষ ধর কাটোয়া শহরে অতীতে দেড় বছর ঘরভাড়া থাকতেন।সেসময় তিনি এক বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন।তাই শিক্ষকের অভিযোগ ঘিরে উঠছে বিস্তর প্রশ্ন।প্রথমত যে ব্যক্তি কাটোয়া শহরে দেড় বছর এক প্রতিষ্ঠানে কাটিয়েছেন, তিনি কিভাবে আইএএস অফিসার পরিচয় দেবেন তা নিয়ে? একজন শিক্ষক হিসাবে কিভাবে টাকা দিলে চাকরী হবে সেই প্রতারণায় শিকার হলেন? একজন আইএএস অফিসার হয়ে তিনি মাত্র ত্রিশ হাজার টাকা নিলেন? এইবিধ নানা প্রশ্ন উঠছে এই প্রতারণা মামলাটি কে ঘিরে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER