রবিবার, আগস্ট ২০, ২০১৭

জাহির খুনে ' ইনফরমার' সন্দেহে কেতুগ্রামে খুন


মোল্লা জসিমউদ্দিন  : শুক্রবার সকালে কেতুগ্রামের কাটাঁরি এলাকায় রানা সেখ(১৬) নামে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।প্রতক্ষদর্শীদের দাবি রানা সেখ কে কুপিয়ে খুন করা হয়েছে।সে স্থানীয় এক বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়া ছিল।মৃতের বাবা নাসিরুদ্দিন সেখ, মা জহুরা বিবি জানিয়েছেন - গতকাল রাতে এলাকার পরিচিত কয়েকজন জরুরি কাজ আছে বলে ডেকে নিয়ে যায়।এরপরেই জমিতে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ মেলে।কেতুগ্রাম থানায় নিহতর পরিবারের তরফে স্থানীয় বিধায়ক সেখ শাহনওয়াজ অনুগামী হিসাবে পরিচিতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ে।মৃত যুবক অনুব্রত অনুগামী ব্লক তৃনমূল নেতা সাউদ মিয়ার খুবই ঘনিষ্ঠ ছিল।গত ১২ এপ্রিল কেতুগ্রামের খাসপুরে দাঁড়ি কেটে বাড়ী ফিরবার পথে খুন হয়েছিলেন কেতুগ্রাম ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জাহির সেখ।এই খুনে নাম জড়ায় কেতুগ্রাম ১ নং পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর সেখ, ব্লক তৃনমূল নেতা সাউদ মিয়া সহ পনেরো জনের নাম।খুনের সাতদিনের পরে কেতুগ্রামের কান্দরায় জাহিরের স্মরণসভায় অনুব্রত মন্ডল পুলিশ কে উদ্দেশ্য করে বলেন - অভিযোগপত্রে নাম থাকলেই দোষী হয়না।সাউদ ও জাহাঙ্গীর খুব ভালো ছেলে বলে সার্টিফিকেট দেন তিনি।কেতুগ্রাম পুলিশ জাহির সেখ খুনে অভিযোগপত্রে থাকা এদের গ্রেপ্তাতের সাহস দেখায়নি।তাই জাহির সেখ খুনে জাহির অনুগামীদের মধ্যে ব্যাপক ক্ষোভ আসে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে।শুক্রবার রানা সেখের মৃতদেহ উদ্ধারে এলাকাবাসীরা জানাচ্ছেন - গত ১২ এপ্রিল জাহির সেখ খুনে অভিযুক্ত সাউদ মিয়াঁর হয়ে 'ইনফরমার' গিরি করেছিল এই যুবকটি।তাই জাহির অনুগামীরা খুনের বদলা নিতে এই খুনটি করেছে।ওয়াকিবহাল মহলের মতে, যদি জাহির সেখ খুনে মূল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ না নেয় পুলিশ।তাহলে রানা সেখের মত অনেকেই খুন হতে পারে বিপক্ষ গ্রুপের হাতে।চরম উত্তেজনা রয়েছে এলাকায়।পুলিশ অবশ্য টহলদারি চালাচ্ছে।রানা সেখ খুনে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। 






OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER