পারিজাত মোল্লা, মঙ্গলকোট: শনিবার দুপুরে মঙ্গলকোটে নিজ বিধানসভা কেন্দ্রের স্বাস্থ্যপরিষেবা খতিয়ে দেখলেন এলাকার বিধায়ক ও রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন তিনি সকাল সাড়ে দশটার দিকে পদিমপুর বাইপাসে নিজস্ব অফিসে আসেন।এরপরে মঙ্গলকোট ব্লক অফিসে সদ্য দায়িত্ব নেওয়া বিডিও মুস্তাক আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে হাসপাতাল পরিদর্শনে যান।সেখানে রোগী সহ এলাকাবাসীদের অভাব অভিযোগ শোনেন তিনি।বিধায়ক তহবিল থেকে বরাদ্দকৃত সাড়ে উনিশ লক্ষ টাকা করছে প্রসূতি ভবন নির্মাণের কাজ খতিয়ে দেখেন।তিনি বলেন " ইতিমধ্যে সাড়ে আট লক্ষ টাকা গড়ে তিনটি আম্বুলেন্স দেওয়া হয়েছে একতৃতীয়াংশ খরচে রোগী পরিবহণ করার জন্য।এখন প্রসূতিগৃহ করবার জন্য সাড়ে উনিশ লক্ষ টাকা দিয়েছি বিধায়ক তহবিল থেকে।সেই কাজের অগ্রগতি দেখতে এলাম"।
রবিবার, আগস্ট ২৭, ২০১৭
মঙ্গলকোটে স্বাস্থ্যপরিষেবা খতিয়ে দেখলেন মন্ত্রী
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...