বুধবার, আগস্ট ২৩, ২০১৭

সিনেমাহলে দেহব্যবসা বাড়ছে পুর্ব বর্ধমানে

সিনেমাহলে দেহব্যবসা বাড়ছে পুর্ব বর্ধমানে মোল্লা জসিমউদ্দিন  : মফস্বল এলাকার সিনেমাহল গুলিতে সিনেমা দেখার দর্শকের থেকে দেহব্যবসার খরিদ্দার বেশি।হ্যা এইধরনের ঘটনার প্রমাণ ক্রমশ প্রকাশ হচ্ছে পুর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায়।সোমবার দুপুরে কাটোয়া শহর সংলগ্ন দাইহাটের শবরী সিনেমাহল ঘিরে ব্যাপক ক্ষোভ দেখা গেল স্থানীয়দের মধ্যে।পরিস্থিতি এমন জায়গায় পৌছালো যে পুলিশ এসে অশান্তিপূর্ণ পরিবেশ নিয়ন্ত্রণে আনে।তবে এই ক্ষোভের আঁচ পেয়ে মক্ষিরানীরা তাদের খরিদ্দারদের নিয়ে চম্পট দেয়।এলাকাবাসীদের অভিযোগ এই সিনেমাহলের মধ্যে বেশ কিছু ঘর ঘন্টায় পাঁচশো থেকে হাজার টাকায় ভাড়া দেওয়া হয় মধুচক্র চালাবার জন্য।সীমান্তবর্তী নদীয়া মুর্শিদাবাদ বীরভূম জেলার পাশাপাশি কাটোয়া এবং কালনা মহকুমা এলাকার অনেকেই দাইহাটের সিনেমাহলটি কে দীর্ঘদিন ধরে মধুচক্র এর আসর বসায়।দাইহাট পুলিশ ফাঁড়ির সাথে মান্থলীর ব্যবস্থা রয়েছে বলে দাবি এলাকাবাসীদের।যারফলে অবাধে চলে এই অসামাজিক কারবার।শুধু দাইহাট নয়, কাটোয়া শহরে একটি সিনেমাহলে চলছে মধুচক্র। এইরূপ অভিযোগ উঠেছে।গত সপ্তাহে গুশকরা শহরে একটি সিনেমাহলে একটি মেয়ে কে নিয়ে দুই খরিদ্দার যুবকের প্রকাশ্য টানাহ্যাঁচড়া করে তুলে নেওয়ার ঘটনা ঘটে।ওই হলে অনুরুপভাবে ঘন্টাপিছু ভাড়া দিয়ে দেহব্যবসা চালাবার অভিযোগ দীর্ঘদিনের।কেন মফস্বল সিনেমাহল গুলিতে মধুচক্র এর আসর বেড়েই চলেছে।কি কারণ?  সিনেমাহল মালিকদের একাংশের দাবি - এখন সিনেমা দেখতে দর্শকরা হলে আসেনা, এরফলে লোকসানের মুখে পড়তে হয়।আর কারা এলো, কারা গেলো তার লিপিবদ্ধ রাখবার  কোন সুযোগ নেই হোটেল/লজগুলির মত।তাই কেউ বাধ্য হয়ে আবার কেউ বেশি রোজগারের আশায় পুলিশের একাংশের সহযোগিতায় দেহব্যবসা চালায় সিনেমাহলের মধ্যে।পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।আশ্বাস দেওয়া হয়েছে নজরদারী চালাবার।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER