বহুরূপী তন্ময় বাজিগর ।বীরভূমের শীতল গ্রামে তার বাড়ি ।ভর্তি দুপুর বেলায় কট্টর রোদকে মাথায় নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে মঙ্গলকোটের গণপুর গ্রামে ।মাত্র ৬ বছর বয়সে প্রথম সে বহুরূপী সাজে ।তারপর দেখতে দেখতে অনেক কটা বছর পেরিয়ে গেল ।অভাব তার নিত্য সঙ্গী । আগে তার পিছনে বাচ্চা ছেলেমেয়েরা ছুটত ।এখন সব ফাঁকা । তাই সেভাবে নিজের আর আনন্দ হয় না ।তবুও লুপ্তপ্রায় এই শিল্পটা সে আঁকারে ধরে থাকতে চায় ।কিন্তু কতদিন? উত্তর অজানা । অজানা উত্তর নিয়ে অজানা পথে আজও এগিয়ে চলেছে আনন্দ বহুরূপীরা ।