সামসুদ্দিনঃ নজরুল উৎসব ২০১৭ অনুষ্ঠিত হল মেমারি ১ ব্লক অফিসের অডিটোরিয়াম হলে। জিরো পয়েন্ট পত্রিকার উদ্যোগে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়িকা নার্গিস বেগম কবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে। তিন বিশিষ্ট ব্যক্তিকে জিরোপয়েন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। ওরা হিন্দু না মুসলিম ? জিজ্ঞাসে কোনজন বিষয়ক সেমিনারে আলোচনা করেন শান্তিনিকেতনের প্রাবন্ধিক মণীষা বন্দ্যোপাধ্যায় ও মেমারি কলেজের বাংলা বিভাগীয় অধ্যাপক কৌশিক বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত, আবৃত্তি, তথ্য সংস্কৃতি বিভাগের তথ্য চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে সুন্দর অনুষ্ঠান হয়।