পারিজাত মোল্লা, মঙ্গলকোট: মঙ্গলবার সারাদিন ধরে মঙ্গলকোটে বিভিন্ন প্রান্তে ৭১ তম স্বাধীনতা দিবস পালনে নিজেকে মেলে ধরলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। সকালেই তিনি আসেন মঙ্গলকোটের নুতনহাট সংলগ্ন পদিমপুর বাইপাসে বিধায়ক অফিসে।সেখানে তিনি পতাকা উত্তোলন করার পর ভাল্ল্যগ্রামে আসেন তিনি।পিন্ডিরা,বেলগ্রাম, বুইচি, বাজারবনকাপাসী, গিধগ্রাম প্রভৃতি এলাকায় শয়ে শয়ে এলাকাবাসীদের নিয়ে স্বাধীনতা আন্দ্রোলনের বিভিন্ন পেক্ষাপট তুলে ধরেন।সেইসাথে মঙ্গলকোট বিধানসভা এলাকার দুশো কৃতি( মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তে স্টার পাওয়া) দের গড়ে পাঁচশো টাকা করে সর্বমোট একলক্ষ টাকা দেন তিনি।এছাড়া একটি সংস্থার তরফে পড়ুয়াদের শংসাপত্র তুলে দেন বিধায়ক।