সেখ সামসুদ্দিনঃ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেমারি ১ বিজ্ঞান কেন্দ্রর উদ্যোগে মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ে ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকা বোসকে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন কালনা কলেজের অধ্যক্ষ তথা বিজ্ঞান মঞ্চের সদস্য ড. তাপস সামন্ত, কালনার সদস্য আশুতোষ পাল, মেমারির জোনাল সদস্য অমিত বিশ্বাস প্রমুখ। সভাপতিত্ব করেন প্রবীন সদস্য গৌরপ্রসাদ ঘোষ ও অশোক মল্লিক। দিগন্তিকা বোস তার উদ্ভাবনগুলি ৩৬০ ডিগ্রী দেখতে পাওয়া চশমা, সহজে গাছে ওঠা জুতো, ডাস্টবিহীন ড্রিল ইত্যাদি দেখিয়ে বিস্তারিত সুফলগুলি আলোচনা করে। পরে বিজ্ঞান মঞ্চের সদস্যগণ ডাইনি প্রথা, সাপে কাটা রোগিদের ওঝার কাছে না নিয়ে যাওয়া ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।