অপূর্ব দাস
জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত বর্ধমানের ফুটবল লিগে এই মরশুমের উত্তেজক
ম্যাচ হিসাবে কল্যাণ স্মৃতি সংঘ বনাম শিবাজী সংঘের খেলার কথাই শোনা যাচ্ছে স্থানীয় ফুটবল প্রেমীদের কাছ থেকে। আগামী ১০ সেপ্টেম্বর রবিবার রাধারানী স্টেডিয়ামে ওই ডার্বি ম্যাচে যারা জিতবে স্থানীয় ফুটবল লিগের
প্রথম ডিভিশনের শিরোপা দখলের দিকে তাঁরা এগিয়ে থাকবে।
এই মরশুমে প্রথম ডিভিশন থেকে তিনটি দল আগামী মরশুমে সুপার ডিভিশনে খেলবে, সুপার ডিভিশনে উন্নীত হওয়ার বিষয়ে এগিয়ে রয়েছে কল্যাণ স্মৃতি সংঘ ও শিবাজী সংঘ। দুটি দলই ৫টি করে খেলে ১৩ পয়েণ্ট সংগ্রহ করেছে। অপরাজিত
অবস্থায় দুটি দল একটি করে খেলায় ড্র করে একে অপরের বিরুদ্ধে রবিবার খেলতে নামছে।
প্রথম ডিভিশন ফুটবল লিগে ৫ সেপ্টেম্বর কল্যাণ স্মৃতি সংঘ ও বাবুরবাগ বয়েজ
এ্যাসোসিয়েশনের খেলা শেষ হয় ১-১ গোলে। রাধারানী স্টেডিয়ামে এদিনের
খেলায় কল্যাণের সৈকত দত্ত প্রথমে গোল করেন। দ্বিতীয়ার্ধে খেলার সমতা ফেরান বাবুরবাগ বয়েজ এ্যাসোসিয়েশনের মধু হেমব্রম। কল্যাণ স্মৃতি সংঘ এদিনই প্রথমবার জয় পেল না।
৬ সেপ্টেম্বর শিবাজী সংঘ ২-০ গোলে হারায় বর্ধমান কালিতলা এ্যাথলেটিক ক্লাবকে। খেলার দুটি অর্ধে একটি করে গোল করে শিবাজী সংঘ।
বর্ধমানের ফুটবল লিগে একসময় কল্যাণ বনাম শিবাজীর খেলায় মাঠ দর্শকে উপচে পড়ত। দুই দলের সম্মান রক্ষার লড়াই ছিল স্থানীয় ফুটবল প্রেমীদের কাছে লিগ
ফুটবলের সেরা আকর্ষণ। বর্তমানে কল্যাণ স্মৃতি সংঘ এবং শিবাজী সংঘ প্রথম ডিভিশনে খেলছে। সমর্থকদের আশা, তাদের প্রিয় ক্লাব আগামী বছর সুপার ডিভিশনে খেলতে নামবে। প্রথম ডিভিশন লিগে দুটি ক্লাবই অন্যদের তুলনায় এগিয়ে থেকে সমর্থকদের প্রত্যাশা পূরণের দিকে এগিয়ে চলেছে। এখন দেখার, এই নামী দলের ডার্বি ম্যাচে জিতে কোনো ক্লাব প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মূল্যবান তিন পয়েণ্টে এগিয়ে যেতে পারে।
স্থানীয় ফুটবল সমর্থকদের আলোচনায় কান পাতলে শোনা যায়, তারা চাইছেন আগামী বছর সুপার ডিভিশনে খেলুক শিবাজী সংঘ এবং এবাররের সুবোধ কাপ জয়ী কল্যাণ স্মৃতি সংঘের মতো নামী ক্লাব।
আরএইউসি, সেণ্টার অফ ইয়ং সোসাইটি, জাতীয় সংঘ, অগ্রদূত সংঘ, মিলনী, নিবেদিতা সংঘের পাশাপাশি কল্যাণ স্মৃতি সংঘ ও শিবাজী সংঘ যদি আগামী বছর
সুপার ডিভিশনে খেলে তবে স্থানীয় ফুটবল লিগের আকর্ষণ বাড়বে বলে মনে করেন
স্থানীয় ফুটবলপ্রেমীরা।
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৭, ২০১৭
শিবাজী সংঘ বনাম কল্যাণ স্মৃতি সংঘের স্থানীয় ফুটবল ডার্বি ১০ সেপ্টেম্বর
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...