জাহাঙ্গীর বাদশা
পূর্ব মেদিনীপুর জেলার ময়না এসিড কাণ্ডে দুই অভিযুক্ত কে গ্রেফতার করে তমলুক জেলা আদালত এ পাঠালো ময়না থানার পুলিশ ...মূল অভিযুক্ত নিমাই দলই কে গতকাল কেই গ্রেফতার করেছিল পুলিশ ..আজ ভোরে অপর অভিযুক্ত আব্দুল মান্নান কে আজ ভরে তমলুক থানার শ্রীরামপুর থেকে গ্রেফতার করে দুই অভিযুক্ত কে তমলুক জেলা আদালত এ পাঠালে বিচারক ওই দুজন কে 4 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে ...ময়না এসিড কান্দে বড় সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ