বকেয়া বেতনের দাবিতে ডেলি লেবারদের আন্দোলনে অচল কাঁথি হাসপাতালের বর্হিবিভাগ
জাহাঙ্গীর বাদশা,কাঁথিঃডেলি মজুরি ১২০ টাকা। মাসে কর্মদিবস ১৬ টা। দ্রব্যমূলের বাজারে এই শ্রম আর উপার্জনে কারই বা স্বাচ্ছন্দ্যে চলে সংসার। তার ওপর গত চার মাস হল মিলছে না শ্রমের টাকা। অগ্যতা আন্দোলনে নামলেন কাঁথি মহকুমা হাসপাতালের চুক্তিভিত্তিক চতুর্থশ্রেণীর কর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে হাসপাতালের বর্হিবিভাগের সামনে বকেয়া বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ৪০ জন লেবার। হাসপাতাল মোছা রোগিকে ওটিতে নিয়ে যাওয়া যাবতীয় কাজ করে থাকেন এঁরা। আর এঁদের আন্দোনের কারণে এদিন কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে হাসপাতালের বর্হিবিভাগে। চিকিৎসকরা বাধ্য হয়ে করছেন লেবারদের কাজ। এখনও পর্যন্ত আন্দোলন চলছে। বকেয়া না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তৃণমূল পরিচালিত কাঁথি মহকুমা হাসপাতাল ডেলি লেবার ওয়ার্কার ইউনিয়নের সম্পাদক বিভাস ঘোড়াই। বলেন, আমরা ১৫-১৬ বছর ধরে কাজ করছি। আমাদের পারিশ্রমিক বাড়ে না। কর্মদিবস বাড়ে না। কাজের স্থায়ীত্বতাও নেই। তার ওপর চার মাস বেতন না মেলায় বাড়িতে হাঁড়ি উজাড় হওয়ার অবস্থা। বাধ্য হয়ে তাই আমরা আন্দোলনে নেমেছি। হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনায় বসতে চেয়েছিল আন্দোলন শুরুর পর। আমরা সবার সামনে আলোচনার কথা জানিয়েছি। এখনও কোনও ভ্রক্ষেপ নেই কর্তৃপক্ষের । ডেলি লেবারদের আন্দোলনের কথা অজানা বলে ঘটনা এড়িয়ে গেছেন হাসপাতাল সুপার সব্যসাচী চক্রবর্তী।