সামসুদ্দিনঃ ড. সর্বোপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস পালন করল মেমারি কলেজের ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলা পুলিশ বতমান ছাত্র সমাজকে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে রক্ষার্থে সচেতনতার জন্য সাইবার ক্রাইম বিষয়ক সেমিনার করে। উপস্থিত ছিলেন বিধায়িকা নার্গিস বেগম, পুলিশ সুপার কুনাল আগরওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, এসডিপিও সাউথ, সি আই, মহকুমা শাসক দঃ অনির্বান কোলে, গভর্নিং প্রেসিডেন্ট মধুসূদন ভট্টাচার্য, মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, অধ্যক্ষ দেবাষিস চক্রবর্তী প্রমুখ।