মোল্লা জসিমউদ্দিন
সারারাজ্যে যখন ডেঙ্গু নিয়ে চাপা আতঙ্গ দেখা দিয়েছে।সেখানে মঙ্গলকোট হাসপাতাল কখনও মাথরুণ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে সচেতনা বাড়াচ্ছে।আবার কখনও কৈচর বাজার সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর লার্ভা নস্ট করার জন্য অভিযানে নামছে।পুরোটাই মঙ্গলকোট বিএমওএইচ ডা: প্রণয় ঘোষের নেতৃত্বে চলছে বলে জানা গেছে।