তথাগত চক্রবর্তী
বীরভুমের রামপুরহাট থানার দেখুড়িয়া গ্রামে মারা যাওয়া পিতা পুত্রের পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়।তার মেয়ের পড়াশোনা ভার নিলেন।এছাড়া তৃণমূলের সাধারণ সম্পাদক আবদুর রেকিব ও ত্রিদিপ ভট্টাচায তাদের হাতে আথিক সাহায্য ও চাল সবজি তুলে দেন।