রবিবার, অক্টোবর ২৯, ২০১৭

ট্রেনের সামনে যুগলের আত্মহত্যা কাটোয়ায়


মোল্লা জসিমউদ্দিন

ওরা ভালোবেসে ছিল একে অপরকে।দুজনের পরিবার তাতে সায় দেয়নি।আর তাতেই আত্মহননের সিদ্ধান্ত নিল ওরা।রবিবার ভোরের দিকে কাটোয়া - ব্যান্ডেল রেলরুটে দাঁইহাট রেলগেটে দুজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে কাটোয়া জিআরপি।দেহ দুটি কাটোয়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।এলাকাসুত্রে জানা গেছে, কাটোয়া শহর ঘেঁষা রাধাকৃষ্ণপুর গ্রামে দ্বাদশ শ্রেনীর ছাত্র বাপন ঘোষ(১৭) এর সাথে একই পাড়ায় থাকা দশম শ্রেনীর ছাত্রী শম্পা দাস(১৫) এর প্রণয়ঘটিত সম্পর্ক ছিল বেশ কয়েকবছর ধরে।চলতি সপ্তাহে দুই পরিবারের লোকজন তাদের এই সম্পর্কের ব্যাপারে জেনে যায়।আর তাতে পারিবারিক অশান্তি চলে তুমুলভাবে।শনিবার দুপুরে তারা কাটোয়া শহরে চলে আসে।সন্ধে অবধি তারা বিভিন্ন এলাকায় ঘুরে বলে এলাকাসুত্রে প্রকাশ।রাতেই কাটোয়া থেকে ট্রেনে নামে দাঁইহাট স্টেশনে।গভীররাতে একসাথে চলন্ত ট্রেনের সামনে একসাথে আত্মঘাতী হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। কাটোয়া জিআরপি তে এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER