মোহন সিং
আসানসোলের গুজরাটি ভবনে ব্লকস্তরের সমস্ত নেতৃত্ববৃন্দ ও কর্মী সংগঠকদের নিয়ে দলের জেলা নেতাদের বৈঠক৷ যেখানে জেলা সভাপতি ভি শিবদাসন দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন - দলে থেকে কামানো খাওয়া চলবে না, পাটির কাজ না করে এসব চলতে থাকলে তিনি কড়া ব্যবস্থা নেবেন ৷এ শুধু হুশিয়ারি নয়, আক্ষরিক অর্থেই তিনি এ কাজ করবেন ৷ একই সাথে অঞ্চল ভিত্তিক দলকে চাঙ্গা করতে দলের সর্বময় নেত্রী মমতা ব্যনার্জীর নির্দেশে আগামী ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচী ঘোষনা করেন৷ যার মধ্যে আগামী ৮ তারিখ ব্লকস্তরে মিটিং এর সাথে আগামী ১২ তারিখে জেলাস্তরে মিছিল আয়োজিত হবে বিকেল ৩টে থেকে এবং ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে অঞ্চল ভিত্তিক মিছিলের নির্দেশ দিয়েছেন৷