বসিরহাটের স্বরুপনগর আজাদ সংঘের ফুটবল প্রতিযোগীতা শুরু হলো।শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় স্বরুপনগর আজাদ সংঘের পরিচালনায় সারারাত্রি ব্যাপী ১৬ দলীয় নকআউট ফুটবলপ্রতিযোগীতার শুভ সূচনা করলেন স্বরুপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সত্যম কুমার ঘোষ।বাজী প্রদর্শন করেন ফুটবল খেলার রেফারী শ্রীকান্ত মন্ডল, ফানুস উড়ান রেজাউল গাজী৷সারা রাত্রি এই ফুটবল খেলা দেখার জন্য আশেপাশের গ্রাম থেকে কয়েকশত ক্রীড়ামোদী দর্শক ভীড় জমান স্থানীয় স্বরূপনগর সিনিয়র মাদ্রাসার ফুটবল মাঠে।
তথ্য ও ছবি হাবিব