নিলাদ্রী ঘোষ
জয় দিয়ে শুরু করল বাংলার অনুর্ধ ১৪ মহিলা স্কুল দলটি l শুক্রবার মনিপুরে অনুস্টিত জাতীয় স্কুল গেমের প্রথম খেলায় তারা শক্ত প্রতিপক্ষ মিজোরাম কে ৪-৩ গোলে হারাল l দুটি গোল করেন রূরালি বাউরী lআসানসোল শিল্পাঞ্চলের গর্ব অস্টম শ্রেনীর এই ছাত্রীটি খেলার সেরা নির্বাচিত হন l রূপালীদের প্রশিক্ষক নির্মল ভুঁই জানান - শুধু রূরালি নয় এই দলে বেশ কয়েক জন প্রতিভাবান মেয়ে রয়েছে lসঠিক ভাবে এগোলে এই মেয়েরা একদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন l