মোহন সিং
আসানসোলের সালানপুরের বনজেমারী খনির পরিবহন বন্ধ করল স্থানীয় ডাম্পার মালিকরা। তাদের অভিযোগ ৬ চাকার ডাম্পারের বদলে ১০ চাকার ডাম্পার ব্যবহার করতে চাইছে ইসিএল। ফলে ঋন নিয়ে ৬ চাকার ডাম্পার কেনা মালিকরা ফাঁপড়ে পড়বেন। ইসিএলের এই মনমর্জি মাফিক সিদ্ধান্ত বদলের দাবি জানিয়ে বনজেমারি খনির পরিবহন বন্ধ করে দিল ডাম্পার মালিকরা।সমস্যায় ইসিএল কর্তপক্ষ